TMC Inner Clash in Uttarpara : উত্তরপাড়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল - জয়ী তৃণমূলের প্রার্থী
হুগলির উত্তরপাড়ার মাখলা ২১ নম্বর ওয়ার্ডে ক্লাব দখল নিয়ে ভোট পরবর্তী অশান্তি (Post Poll Violence )। শনিবার গভীর রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় ঝামেলা (TMC Inner Clash) । তৃণমূল কর্মী তাপস মণ্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় ও তাঁর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, জয়ী তৃণমূলের প্রার্থী খোকন মণ্ডলের বিরুদ্ধে। তাপস উত্তরপাড়া থানায় অভিযোগ করতে গেলে তাঁর বিরুদ্ধ গোষ্ঠী বাড়িতে চড়াও হয়। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের জয়ী প্রার্থী খোকন মণ্ডল। খোকন মণ্ডল জানিয়েছেন, এই অভিযোগ পুরোপুরি মিথ্যা ৷ যাঁরা আমাদের নামে অভিযোগ করছেন। নির্বাচনের আগে তাঁরা আমার নাম করেই হুমকি দিয়েছেন।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST