পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

টোটোয় চড়ে মলয়ের রোড শো, উপচে পড়ল ভিড় - মলয় ঘটক

By

Published : Mar 31, 2021, 7:44 PM IST

আসানসোল গড়াই রোডে টোটোয় চড়ে রোড শো করলেন আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মলয় ঘটক। আজ বিকেলে বুধা ময়দান থেকে এই রোড শো শুরু হয় । গড়াই রোডে দীর্ঘ পথ অতিক্রম করে রামসায়র ময়দানের কাছে এসে শেষ হয়। প্রচুর মানুষের সমাগম হয় রোড শোতে। বেলুন, ব্যান্ড পার্টি সহকারে এদিনের এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। আর এই বর্ণাঢ্য মিছিল দেখতে রাস্তার দুই ধারে শ'য়ে শ'য়ে মানুষ দাঁড়িয়ে ছিল। মলয় ঘটক তাঁদের উদ্দেশ্যে নমস্কার করেন। মানুষজনও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। যদিও ক্যামেরার মুখোমুখি হয়ে মলয় ঘটক প্রচার সম্পর্কে কোনও কথাই বলতে চাননি ।

ABOUT THE AUTHOR

...view details