ব্যাগ খুলতেই বিশাল অজগর, পালাল সাপুড়ে - অজগর সাপ
সাপুড়ের ব্যাগ খুলতেই বেরিয়ে এল মস্ত একটা অজগর । হাওড়ার ডোমজুড়ের অন্তর্গত ঝালুয়ার বেড় এলাকার ঘটনা । আগে থেকেই খবর পেয়েছিলেন রেঞ্জার সমীর বন্দ্যোপাধ্যায় । সেই মত বেরিয়ে পড়েছিলেন তিনি । মাঝ রাস্তায় বর্ণনা মাফিক এক সাপুড়েকে দেখতে পান তিনি । ঝুলিতে কী আছে প্রশ্ন করতেই সাপুড়ে ঝুলি ফেলে পালিয়ে যায় । তারপর ঝুলি থেকে উদ্ধার হয় ছ'ফুটের একটা অজগর । মস্ত অজগরটিকে সল্টলেক অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে পাঠানো হয় । জানা যায়, ওই সাপুড়ে সাপ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয় । ঘটনার সঙ্গে বন্যপ্রাণী পাচারচক্র যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে বনদপ্তর ।