পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Joy Banerjee : বাংলা ভাগের কথায় বার্লাকে হুঁশিয়ারি জয়ের - Joy Banerjee : বাংলা ভাগের কথায় জন বার্লাকে হুঁশিয়ারি জয় বন্দ্যোপাধ্যায়ের

By

Published : Aug 22, 2021, 10:28 PM IST

বিজেপি সাংসদ জন বার্লার (John Barla) বাংলা ভাগের কথায় তাঁকে তীব্র হুঁশিয়ারি দিলেন জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) ৷ বিজেপি এই নেতা বলেন, "বাংলা ভাগের কথা উঠছে কেন ? কেন উঠছে একথা ? আমি তীব্র ভাষায় একথার প্রতিবাদ জানাচ্ছি ৷ এর আগেও একথা তীব্র প্রতিবাদ করেছি ৷ আবারও করছি ৷" জনকে হুঁশিয়ারি দিয়ে জয় বলেন, "আপনি এমন কথা বলবেন না ৷" পাশাপাশি জন বার্লার বাংলা ভাগের মন্তব্যকে সমর্থন করায় দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উদ্দেশ্যেও জয় বলেন, "সবচেয়ে দুঃখের কথা, আমাদের বলিষ্ঠ সভাপতি দিলীপ ঘোষও জন বার্লাকে পাশে বসিয়ে বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন ৷ দিলীপদা আমি খুব আহত হয়েছি, দুঃখিত হয়েছি ৷" এনিয়ে তিনি জেপি নাড্ডার কাছে অভিযোগ জানাবেন বলেও জানান ৷

ABOUT THE AUTHOR

...view details