পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Train Incident in Bhopal: রেল লাইনে ঝাঁপিয়ে একটি মেয়ের প্রাণ বাঁচালেন ছুতোর মিস্ত্রি - মধ্যপ্রদেশের ভোপাল

By

Published : Feb 12, 2022, 2:37 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

দিনটা ছিল 5 ফেব্রুয়ারি ৷ পেশায় ছুতোর মিস্ত্রি মহম্মদ মেহবুব মধ্যপ্রদেশে ভোপালের বারখেদিতে তাঁর কারখানায় যাচ্ছিলেন ৷ একদিক থেকে যখন মালগাড়ি আসছে, সেই সময় হঠাৎ তিনি দেখতে পান, স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে রেললাইনে পড়ে গিয়েছে ৷ বাবা-মায়ের সঙ্গে ছিল সে ৷ এক মুহূর্ত চিন্তা না করে তিনি ঝাঁপিয়ে পড়েন রেললাইনে ৷ মেয়েটিকে টেনে লাইনের মাঝে এনে তার হাত চেপে ধরে মাথা নিচু করে শুয়ে থাকেন ৷ তাঁদের উপর দিয়ে মালগাড়িটি চলে যায় ৷ তাঁর সাহসিকতায় বেঁচে যায় মেয়েটি (Braveheart Mohammed Mehboob saves a girl life in railtrack in Bhopal Madhya Pradesh) ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details