ভারতীয় সেনাবাহিনীর সেরা দুই হেলিকপ্টার রুদ্র ও চিতা - The best two helicopters in the Indian Army , Rudra and Chita, Video
ভারতীয় সেনাবাহিনীর কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান তো আছেই ৷ পাশাপাশি রয়েছে মারণক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার । এরকম দুটি হেলিকপ্টার হল চিতা ও রুদ্র ৷ চিতার অন্যতম গুণ হল ক্ষিপ্রতা ও উঁচুতে ওঠার ক্ষমতা ৷ দ্রুত চালাতে পারে অপারেশন ৷ সেনাবাহিনীর ঘায়েল জওয়ানদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে কিংবা দ্রুত শত্রু শিবিরে অভিযান চালাতে এই হেলিকপ্টারের জুড়ি মেলা ভার । যেমন ঘণ্টায় 113 কিলোমিটার বেগে উড়তে পারে তেমনি হালকা হওয়ার কারণে মাটি থেকে 23 হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়তে সক্ষম এই হেলিকপ্টার ৷ অন্যদিকে, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের(HAL) তৈরি রুদ্র মূলত হামলাকারী ৷ পৃথিবীর উচ্চমানের কয়েকটি সামরিক হেলিকপ্টারের মধ্যে রুদ্রও একটি ৷ যার মধ্যে আছে 26 টি সেন্সর ৷ আছে লাইট মেশিনগান, 4 টি মিজ়াইল ও 24 টি রকেট লঞ্চার বহনের ক্ষমতা । যেগুলি পাইলট ককপিটে বসেই সেন্সরের মাধ্যমে ব্যবহার করতে পারেন ৷