লকডাউনে অন্য ভূমিকায় মানুষের পাশে পুলিশ - কোরোনার জেরে লকডাউন
লকডাউনের মধ্যেই দেশের একাধিক জায়গায় একাধিকবার বাইরে বেরিয়েছে মানুষ । একাধিক বাজারে চলছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিকিকিনি । তবে কোরোনার বিরুদ্ধে লড়তে ও জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল পুলিশকে । কোথাও নিজেরাই গান গেয়ে অনুপ্রাণিত করছেন মানুষকে, তো কোথাও আবার লাইভ কনসার্ট করে মনোরঞ্জন করছেন গৃহবন্দীদের । কোথাও কোরোনা হেলমেট দিয়ে ভয় দেখিয়ে, তো কোথাও আবার শিল্পীদের যমরাজ সাজিয়ে সচেতন করছেন ঘরে থাকার জন্য । বিভিন্ন জায়গায় পুলিশের এইসব উদ্যোগকে কুর্নিশও জানাচ্ছেন সাধারণ মানুষ ।