উনিশের বিপর্যয় গাথা - শুভ নববর্ষ 2020
নতুন বছর । নতুন আশা । নতুন স্বপ্ন । কিন্তু, তাও কোথাও যেন ফেলে আসা বছরের কিছু ঘটনা ভোলা অসম্ভব । বিজ্ঞানের জয় যাত্রায় যুগেও প্রকৃতির খামখেয়ালিপনার কাছে আমরা বড্ড অসহায় । পিছনে ফেলে আসা এই দিনগুলোর ক্ষত আজও সমান দগদগে ৷ গত বছরের এমন কিছু প্রাকৃতিক বিপর্যয় একনজরে ।