হড়পা বানে ভেঙে পড়ল বাড়ি - uttarakhand
2013 সালে উত্তরাখণ্ডে ঘটেছিল ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয় । তুমুল বৃষ্টি ও ধসের জেরে অনেকের মৃত্যু হয় । অনেকেই নিরুদ্দেশ হয়ে যান । 2013-র সেই বিপর্যয়ের ক্ষণিক স্মৃতি ফিরে এল উত্তরাখণ্ডেরই বিকাশ খণ্ড ঘাটে হড়কা বানে ধসে ভেঙে পড়া বাড়ির ভাইরাল হওয়া ভিডিয়োতে । ঘটনাটি গতকাল ঘটার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় NDRF-এর দল ।
Last Updated : Aug 18, 2019, 12:53 PM IST