কোরোনার চিকিৎসায় প্লাজ়মা দান সুস্থ হওয়া ব্যক্তির - Coronavirus treatment
কোরোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা এক ব্যক্তি প্লাজ়মা দান করলেন ৷ অনুজ শর্মা নামে দিল্লির ওই বাসিন্দা এক ভিডিয়ো বার্তায় একথা জানান ৷ তিনি বলেন, ‘‘45 মিনিটের মধ্যেই প্লাজ়মা দানের প্রক্রিয়া সম্পন্ন হয় ৷ যদি আমার প্লাজ়মা দান করায় কেউ সুস্থ হয়ে ওঠেন, তাহলে এই কাজ অবশ্যই করব ৷’’