বিহারে ভোটগ্রহণ-পর্বে স্যানিটাইজ়েশন, খুশি ভোটাররা - Bihar Assembly election, 2020
আজ থেকে শুরু বিহারের মহারণ ৷ মোট 243 টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় ভোট চলছে 71টি আসনে ৷ কোরোনা সতর্কতায় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সব ব্যবস্থা করা হয়েছে । স্যানিটাইজ় করা হচ্ছে ভোট কেন্দ্রগুলি ৷ স্যানিটাইজ়েশনের কাজে খুশি ভোটররা ৷