হায়দরাবাদ: নিয়মিত পার্লারে গিয়ে রূপচর্চার অভ্যাস রয়েছে ? লকডাউনের সময় বাড়িতে বসে নিয়মিত রূপচর্চার সুযোগ থাকলেও এখন আর সে সুযোগ হচ্ছে না (Skin Tips)। কিন্তু আপনাকে ত্বকের যত্ন তো নিতে হবেই ৷ ত্বকের যত্ন না-নিলে অনেক রকম সমস্যার সৃষ্টি হয় ৷ যদিও ত্বকের চিন্তা দূর করার ঘরোয়া একটি উপায় রয়েছে হাতের কাছেই (Turmeric is very beneficial for the skin)। নিয়মিত ফেশিয়াল করার সুযোগ না-পেলেও আপনার ত্বক হয়ে উঠবে ঝলমলে ৷ জেনে নিন কী পদ্ধতিতে আপনার ত্বক হবে সুন্দর ৷
কাজের মাঝেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন হলুদের একটি ফেস প্যাক । প্রায় সকলেই জানি হলুদ ত্বকের জন্য ভীষণ উপকারি ৷ ত্বককে সুন্দর করতে হলুদ একটা প্রয়োজনীয় জিনিস ৷ দেখে নিন কীভাবে বানাবেন হলুদের প্যাক ?