পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Skin Tips: ত্বকের জন্য ভীষন উপকারি হলুদ ! জেনে নিন ব্যবহারের নিয়ম - Turmeric is very beneficial for the skin

পার্লারে না গিয়ে ঘরেই বানিয়ে ফেলুন হলুদের ফেস প্য়াক (Skin Tips) ৷ নিজেই অনুভব করুন ফলাফল ৷

Skin Tips News
ত্বকের জন্য ভীষন উপকারি হলুদ

By

Published : Sep 5, 2022, 9:40 PM IST

হায়দরাবাদ: নিয়মিত পার্লারে গিয়ে রূপচর্চার অভ্যাস রয়েছে ? লকডাউনের সময় বাড়িতে বসে নিয়মিত রূপচর্চার সুযোগ থাকলেও এখন আর সে সুযোগ হচ্ছে না (Skin Tips)। কিন্তু আপনাকে ত্বকের যত্ন তো নিতে হবেই ৷ ত্বকের যত্ন না-নিলে অনেক রকম সমস্যার সৃষ্টি হয় ৷ যদিও ত্বকের চিন্তা দূর করার ঘরোয়া একটি উপায় রয়েছে হাতের কাছেই (Turmeric is very beneficial for the skin)। নিয়মিত ফেশিয়াল করার সুযোগ না-পেলেও আপনার ত্বক হয়ে উঠবে ঝলমলে ৷ জেনে নিন কী পদ্ধতিতে আপনার ত্বক হবে সুন্দর ৷

কাজের মাঝেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন হলুদের একটি ফেস প্যাক । প্রায় সকলেই জানি হলুদ ত্বকের জন্য ভীষণ উপকারি ৷ ত্বককে সুন্দর করতে হলুদ একটা প্রয়োজনীয় জিনিস ৷ দেখে নিন কীভাবে বানাবেন হলুদের প্যাক ?

হলুদ এবং মধু একসঙ্গে মিশিয়ে রোজ স্নানের আগে মুখে ও গলায় ভালো করে লাগিয়ে নিন এই প্যাক ৷ দশ মিনিট রেখে মুখ ভালো করে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ।

আরও পড়ুন: ত্বকের সবচেয়ে বড় বন্ধু গোলাপ, জেনে নিন কারণ

নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বকে জমে থাকা ময়লা চলে যাবে । সঙ্গে দূর হবে দাগ-ছোপ । হলুদ ত্বকের যে কোনও দাগ তাড়াতে সক্ষম । আর মধুর প্রভাবে ত্বক হবে তুলতুলে । সবমিলিয়ে জেল্লা বাড়বে চেহারার । আপনার ত্বককে করে তুলবে আকর্ষনীয় ৷

ABOUT THE AUTHOR

...view details