কলকাতা, 30 অগস্ট: আজ রাখিবন্ধন উৎসব । হিন্দু পঞ্জিকা মতে, রাখি পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় । কথিত আছে যে, রাজসূয় যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার পর কৃষ্ণের হাতের এক অংশে আঘাত লেগে রক্তপাত শুরু হয় ৷ তা দেখে দ্রৌপদী নিজের শাড়ির আঁচলের টুকরো বেঁধে দিয়েছিলেন । শ্রীকৃষ্ণ অভিভূত হয়ে দ্রৌপদীকে নিজের বোন হিসেবে ঘোষণা করেন ৷ । পরবর্তীতে কৌরবরা দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মানরক্ষা করেন ।
প্রচলিত মতানুসারে, এরপরই থেকেই বোনেরা ভাইয়ের সুতো পরানোর পরম্পরা শুরু হয় । যে সুতোর গালভরা নাম রাখি । বোন তার ভাইয়ের হাতে রাখি পরায় ভাইয়ের মঙ্গল কামনায় । এবছর রাখি পরানোর শুভ সময় 30 অগস্ট রাত 9টা 2মিনিটের পর থেকে 31 অগস্ট সকাল 7টা 5 মিনিটের আগে অবধি ।
এ তো গেল রাখির ইতিহাস । এবার আসি রসনা বাসনার কথায় । অন্যান্য উৎসবের মতো রাখি ঘিরেও কম উন্মাদনা নেই মানুষের মনে । আর উন্মাদনা মানেই খানাপিনা । যারা খেতে ভালোবাসেন তাদের জন্য, দক্ষিণ কলকাতায় লেক চত্বরের দু’টি রেস্তোরাঁতে ভালো আয়োজন রয়েছে আজ । ইচ্ছে হলে ঢুঁ মারতেই পারেন । সবার আগে মেনুগুলি জেনে নিন ।
122এ, সাউদার্ন এভিনিউ, সেভেন্থ ফ্লোর, কলকাতা-29