হায়দরাবাদ: অনেকেরই পেঁয়াজ বেশ প্রিয় (Onion)। স্যালাড ও টপিং হিসেবে কাঁচা খান, বা গ্রেভি বা স্যুপে যোগ করুন, পেঁয়াজ প্রায় সমস্ত সুস্বাদু পদের সঙ্গেই খাপ খেয়ে যায়। কিন্তু আমাদের রান্নাঘরের অন্যান্য মশলাপাতি, ফল বা সব্জির থেকেও পিঁয়াজ স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য বিশেষভাবে উপকারী। বিশেষ করে শীতকালে নিয়মিত পেঁয়াজ খেলে হজমশক্তি বাড়ে, পাশাপাশি ডায়াবিটিস, বিভিন্ন ধরনের অ্যালার্জি ও ভাইরাস সংক্রমণকে দূরে রাখা যায় । পিঁয়াজের কিছু উপকারিতা ও তার মধ্যে থাকা কিছু পুষ্টিগুণের কথা নীচে বলা হল (Onion For Health)।
জেনে নিন পেঁয়াজের উপকরিতা:
1. ভালো ঘুমে সাহায্য করে
পেঁয়াজের পুষ্টিগুণ শরীরে সেরাটোনিন ও ডোপামিনের মতো হরমোনের সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে, যা ভালো মুড ও ঘুমের জন্য প্রয়োজনীয় ।
2. সংক্রমণ থেকে রক্ষা
পেঁয়াজ তার অ্যান্টি-সেপ্টিক ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপার্টির জন্য পরিচিত, যার জন্য শীতকালে পেঁয়াজ খেলে তা কাশি, কানে ব্যথা, জ্বরের মতো বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে ।
3. শরীরকে উষ্ণ রাখে