পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Dating App On Mental Health: মানসিক স্বাস্থ্যের উপর ডেটিং-অ্যাপের নেতিবাচক প্রভাব - Mental Health

মানুষের ডেটিং অ্যাপের প্রতি আশক্ত তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে ৷ যা একটি গবেষণায় দেখা গিয়েছে (Mental Health) ৷

Dating App On Mental Health News
মানসিক স্বাস্থ্যের উপর ডেটিং অ্যাপের নেতিবাচক প্রভাব

By

Published : Jan 26, 2023, 10:01 PM IST

হায়দরাবাদ: আমরা একমত হই বা না হই, আজকাল এমন অনেক ছেলে আছে যারা ডেটিং-অ্যাপের সঙ্গে সময় কাটায় । এই অ্যাপ্লিকেশনগুলির দশটি সেল ফোনে ডাউনলোড করা হয় এবং বার্তা ছুঁড়তে থাকে । সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, এসব অ্যাপের ব্যবহার বেশি হলে তা তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে (Negative Effect Of Mental Health) ৷

টিন্ডার, বাম্বল এবং মাই থটস এর মত ডেটিং-অ্যাপে প্রবেশ করার সময় একটি ম্যাচের জন্য অনেক মানুষ অপেক্ষা করছে । কাকে বেছে নেবেন তা না-জেনে কিছু মানুষ চাপ অনুভব করেন । তারা একই সময়ে চার বা পাঁচ জনের সঙ্গে ডেটিং শুরু করে শুধু অ্যাপে একটি ছবি রেখে ৷ এমন কিছু জন আছে তাকে পছন্দ করবে কি না, ভেবে চিন্তিত হয়ে পড়ে । বিশেষ করে মেয়েদের মধ্যে এই মানসিকতা বেশি । বলা হয়, 'বডি ডিসমরফিয়া' নামক মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ।

ডেটিং-অ্যাপে তাদের পছন্দ নয় এমন মানুষদের 'প্রত্যাখ্যান' করার একটি বৈশিষ্ট্য রয়েছে । মনস্তাত্ত্বিকরা বলছেন, যেসব মেয়ে এবং ছেলে অনেকবার প্রত্যাখ্যাত হয়েছে তাদের আত্মবিশ্বাস হারানোর প্রচুর সুযোগ রয়েছে । এই ক্ষেত্রে, তারা তাদের প্রোফাইল এবং ফটো পরিবর্তন করে এবং হতাশ হয়ে পড়ে ৷ গবেষণায় দেখা গিয়েছে যে ডেটিং-অ্যাপে ভুয়ো বিবরণ দিয়ে অন্যদের প্রতারণা করা মানুষও কম নয় । অবিবাহিত হওয়ার বিষয়ে মিথ্যা বলা, অন্যের ছবিকে নিজেদের বলে দাবি করা এবং অন্যরা একটু বিশ্বাস করলে ইমোশনাল ব্ল্যাকমেল করা ৷

আরও পড়ুন: মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে নিন এই পদক্ষেপগুলি

অল্প বয়সে রোম্যান্স, অনেকের সঙ্গে সম্পর্কে থাকা এই সমস্ত কাজ যা সমাজ মেনে নেয় না । এই কারণে পরিবারে অশান্তি লেগেই থাকে। পারিবারিক সংযুক্তিগুলি ম্লান হয়ে যাচ্ছে ৷ মনস্তাত্ত্বিকরা বলছেন, কেউ যদি তরুণদের মানসিক চাপ এড়াতে চান অপ্রয়োজনীয় জটিলতায় আটকে না পড়ার জন্য তাদের ফোন থেকে এই ডেটিং অ্যাপগুলি সরিয়ে ফেলাই ভালো ।

ABOUT THE AUTHOR

...view details