হায়দরাবাদ: শুধু খাওয়ার নয়, মধু ত্বকের জন্য ভীষণ উপকারী (Skin Care Tips) ৷ ত্বক ভালো রাখার ক্ষেত্রে মধুর ভূমিকা খুবই গুরুতপূর্ণ (Honey is Beneficial For Skin)৷ মধুর মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান আপনার ত্বককে নরম রাখতে সাহায্য করবে ৷ তাই চটজলদি মধু দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফেস প্যাক । রইল কিছু টিপস ।
1) মধুর ফেস ক্লিনজার তৈরি করতে পারবেন বাড়িতেই ৷ কাঁচা দুধের মধ্যে মধু নিয়ে একটি তুলোর সাহায্যে সারা মুখ ভালো করে পরিষ্কার করে নিতে পারবেন । 2) মধু দিয়ে একটি ফেস প্যাকও আপনি বানাতে পারবেন বাড়িতেই ৷ দুধের সরের সঙ্গে গ্লিসারিন এবং মধু দিয়ে খুব ভালো করে একটি ঘন ক্রিম বানিয়ে ফেলতে হবে ৷ এটি মুখে লাগিয়ে নিন ৷ পনের মিনিট রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন ।
3)মধু দিয়ে একটি স্ক্রাবার বানিয়ে নিন বাড়িতেই ৷ এক টেবিল চামচ কফি পাউডার, এক টেবিল চামচ চালের গুঁড়া, এক টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ মধু এবং প্রয়োজনমতো কাঁচা দুধ ভালো করে মিশিয়ে মুখে ভালো মিশিয়ে একটি মিশ্রন তৈরি করুন ৷ তারপর সারামুখে ভালো করে লাগিয়ে নিন ৷ পনেরো মিনিট মতো রেখে প্লেন ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ৷