হায়দরাবাদ: আয়ুর্বেদ শাস্ত্রে বহু বছর ধরে উবটান প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য বৃদ্ধির গোপন চাবিকাঠি ৷ উবটান হল প্রাকৃতিক নানা উপাদান দিয় তৈরি এক ধরণের ভেষজ স্ক্রাব যা মুখমণ্ডলের পাশাপাশি শরীরের ত্বকেরও সমান যত্ন নেওয়ার একাই একশো ৷ এতে কোনও রকম রাসায়নিক বা কৃত্তিম দ্রব্য থাকে না৷ কারণ এটি বানাতে হয় বাড়িতেই ৷
এবার নিশ্চই জানতে ইচ্ছা করছে এই প্রাকৃতিক ভেষজ গুণ সম্পন্ন উবটান-এর উপকারিতা ঠিক কী কী এবং বাড়িতে কীভাবে বানাতে হবে? তাহলে চলুন উবটান বানানোর প্রণালী আগে জেনে নেওয়া যাক ৷
উবটান বাড়িতে বানাবেন কীভাবে
উপকরণ
2 চামচ বেসন, 1/2 চা-চামচ হলুদ গুঁড়ো, এক চিমটে জাফরান (এক টেবিল চামচ হালকা গরম দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্যবহার করবেন ), এক চামচ কাঁচা দুধ (তৈলাক্ত ত্বক হলে দই), এক চামচ মধু, পরিমাণ মতো গোলাপ জল ৷
প্রণালী
একটি বাটিতে বেসন ও হলুদটা নিয়ে নিন ৷ তাতে মেশান দুধে ভেজানো জাফরান ৷ এরপর একে কাঁচা দুধ বা দই, মধু মিশিয়ে নিন ৷ প্যাকটি মসৃণ করতে তাতে মেশান পরিমাণ মতো গোলাপ জল ৷ তৈরি হয়ে গেল আপনার উবটান ৷
কীভাবে ব্যবহার করবেন
এই প্যাক ব্যবহারের আগে মুখমণ্ডল, গলা, ঘাড় ভালো করে পরিস্কার করে নেবেন ৷ এরপর প্যাকটি মুখে লাগিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন ৷ এরপর সেটি রেখে দিন 15-20 মিনিট ৷ উবটান হালকা শুকিয়ে এলেই শুকনো হাতে ধীরে ধীরে আবার ম্যাসাজ করুন ৷ এরপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন ৷ এরপর ঠান্ডা জলে মুখ অবশ্যই ধোবেন ৷ নাহলে ত্বকের কোষগুলি খোলা থেকে যাবে ৷ ট্যাপ করে মুখ মুছে নিন টাওয়ালে ৷ হালকা কোনও ময়শ্চরাইজিং ক্রিম লাগিয়ে নিন ৷