পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Beauty Tips: শুধু পানীয় নয় ! ত্বকের জন্য উপকারী বিয়ার - Skin Care Tips

শুধু পান নয়, ত্বক এবং চুলের যত্নে বিয়ার কার্যকরী (Skin Care Tips) ৷ জানেন কি বিয়ার কতটা উপকারী ? দেখে নিন ৷

Beer For Skin News
ত্বকের জন্য উপকারী বিয়ার

By

Published : Sep 6, 2022, 1:16 PM IST

Updated : Sep 6, 2022, 1:21 PM IST

হায়দরাবাদ:শুধু পান নয়, ত্বক এবং চুলের যত্নে বিয়ার কার্যকরী (Skin Tips)৷ জানেন কি বিয়ার কতটা উপকারী (Beer For Skin)? দেখে নিন ৷

1) অকাল বার্ধক্যে দূর করে:ধূমপান, অতিরিক্ত সূর্যালোক, দূষণ, ভুল খাদ্যাভ্যাস এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে অকালেই বুড়িয়ে যায় ত্বক । বিভিন্ন ধরনের বিয়ারে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে । সেগুলি ব্যবহার ব্যবহার করলে অকাল বার্ধক্য দূর করে ৷

কী ভাবে ব্যবহার করবেন ?

একটি ডিমের সাদা অংশ, এক টেবিল চামচ বিয়ার এবং 3 থেকে 4 ফোঁটা আমন্ড তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে । তারপর সেটি মুখে এবং ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন । মিশ্রণটি শুকিয়ে গেলে গরম জলে ধুয়ে ফেলুন । ধোয়ার পর নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন ৷ কয়েক সপ্তাহ পর ফলাফল দেখুন ৷

2) ত্বকের সংক্রমণ রোধ করে: ব্রনর মতো ত্বকের বিভিন্ন সংক্রমণ রোধে কার্যকরী ভূমিকা নিতে পারে বিয়ার । ব্যাকটেরিয়া যখন ত্বকের ছিদ্রে বৃদ্ধি পায় তখনই সংক্রমণ ছড়ায় । এইক্ষেত্রে বিয়ার কার্যকরী ভূমিকা পালন করে ৷

কী ভাবে ব্যবহার করবেন ?

1 টেবিল চামচ বিয়ার এবং 1 টেবিল চামচ মধু নিয়ে একটি মিশ্রণ বানান । তারপর তুলো হালকা করে দিয়ে ব্রণতে লাগাতে হবে মিশ্রণটা । শুকিয়ে নিতেে জন্য পনেরো মিনিট অপেক্ষা করুন ৷ কিছুক্ষন রেখে হালকা গরমজলে ধুয়ে ফেলুন ৷

3) নখকে শক্তিশালী করে: বিয়ারে অনেক পুষ্টি উপাদান রয়েছে যা দুর্বল এবং ক্ষতিগ্রস্ত নখকে শক্তিশালী করে । বিয়ারে আছে সিলিকন যা নখের প্রধান উপাদান । নরম বা ভঙ্গুর নখ সাধারণত সিস্টেমিক সিলিকনের ঘাটতির লক্ষণ ।

কী ভাবে ব্যবহার করবেন ?

1 টেবিল চামচ বিয়ার, 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার এবং গরম অলিভ ওয়েলের একটা মিশ্রণ তৈরি করে নিন । এবার সপ্তাহে 2 থেকে 3 বার 15 থেকে 20 মিনিটের জন্য এই মিশ্রণে নখ ডুবিয়ে রাখুন ।

4) ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে:ত্বকের মৃত কোষ উপরিভাগে উঠে আসে । তারপর পরিবেশে ছড়িয়ে পড়ে । সেই জায়গায় নতুন কোষ গজায় । ত্বক পরিষ্কার রাখতে বিয়ার কার্যকরী ৷

কী ভাবে ব্যবহার করবেন ?

3টি পাকা স্ট্রবেরি পেষ্ট করে নিতে হবে । ওই পেষ্টটির সঙ্গে দুই থেকে তিন চামচ বিয়ার মিশিয়ে নিন ৷ ফল দেবে চমৎকার ৷

Last Updated : Sep 6, 2022, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details