পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Hibiscus Flower for Hair Care: চুলের যত্নে ব্যবহার করুন জবা ফুল ! কীভাবে জেনে নিন - জবা ফুল

Hibiscus Flower: চুল পড়ার সমস্যা কম বেশি সবার সমস্যা থাকে ৷ চুলকে সুন্দর করতে এইভাবে ব্যবহার করতে পারেন জবা ফুল ৷

Hibiscus Flower for Hair Care News
চুলের যত্নে ব্যবহার করুন জবা ফুল

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 8:08 PM IST

হায়দরাবাদ: ঝলমলে, ঘন ও লম্বা চুল সৌন্দর্য বাড়ায় ৷ কিন্তু আমাদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস এমন হয়ে গিয়েছে যে তা আমাদের স্বাস্থ্য, ত্বকের পাশাপাশি চুলকেও প্রভাবিত করছে । এ ছাড়া দূষণ এবং অতিরিক্ত সূর্যালোকও চুলের মান নষ্ট করে । এগুলির কারণে চুলের শুষ্কতা বৃদ্ধি পায় এবং প্রতি ঋতুতে চুল ভেঙে যায় । এই সমস্ত সমস্যা একসঙ্গে দূর করতে একটি প্রাকৃতিক হেয়ার প্যাক খুবই কার্যকরী । জেনে নিন, কীভাবে তৈরি করবেন এবং এর উপকারিতা ।

8-10 জবা ফুল, 6-7 জবা পাতা, সামান্য অ্যলোভেরা জেল, নিম পাতা, 10-12টি কারি পাতা ৷

কীভাবে ব্যবহার করবেন ?

জবা ফুল ধুয়ে মিক্সারে রাখুন । এর সঙ্গে এর পাতা, নিম পাতা এবং অ্যালোভেরা জেল যোগ করুন । সবকিছু ভালো করে পিষে পেস্ট তৈরি করুন ৷ জলের প্রয়োজন হলে তাও অল্প পরিমাণে যোগ করা যেতে পারে । একটি পাত্রে তৈরি পেস্টটি বের করে নিন । এটি চুলে লাগান এবং কমপক্ষে 1 থেকে 2 ঘণ্টা রেখে দিন । তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ৷

চুলের সৌন্দর্য বাড়াতে বহুদিন ধরেই জবা ফুল ব্যবহার হয়ে আসছে । এর সঙ্গে এতে অ্যালোভেরা জেল ত্বক এবং চুল উভয়ের জন্যই স্বাস্থ্যকর বলে বিবেচিত হয় ৷ অন্যদিকে কারিপাতা এবং নিম পাতায় উপস্থিত উপাদানগুলিও চুলের বিভিন্ন উপায়ে উপকার করে । এই পেস্ট লাগালে চুলে উজ্জ্বলতা আসে । চুলকে ঘন করে । চুল গোড়া থেকে মজবুত হয় যার কারণে তাদের ভাঙা এবং চুল পড়া কমে যায় । অকালে চুল পাকা হওয়ার সমস্যা দূর করে । খুশকি থেকে মুক্তি পেতে এটি ব্যবহার করতে পারেন ।

আরও পড়ুন:খুশকি দূর করা থেকে শুরু করে ময়েশ্চারাইজিং, চুলে ডিম লাগানোর অনেক উপকারিতা

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details