পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোয়ালপোখরে মোটরবাইক চুরির চেষ্টা করায় যুবককে গণধোলাই - ক্রাইম

মোটরবাইক চুরির চেষ্টা করায় যুবককে গণধোলাই ৷ পরে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে পুলিশ ৷ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাহাপুর বাজারের ঘটনা ৷

ধৃত বাইক চোর
ধৃত বাইক চোর

By

Published : Aug 23, 2020, 10:06 AM IST

রায়গঞ্জ, 23 অগাস্ট : মোটরবাইক চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে ৷ পরে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে ৷ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাহাপুরের ঘটনা ৷

পুলিশ সূত্রে জানা গেছে, সাহাপুর বাজারের এক কাপড় ব্যবসায়ী নৌসাদ আলম তাঁর মোটরবাইকটি দোকানের বাইরে রেখে ছিলেন ৷ সুযোগ বুঝে সেটি নিয়ে পালানোর চেষ্টা করে গোয়ালপোখর ব্লকের বড়গজ এলাকার বাসিন্দা পারভেজ আলম ৷ মোটরবাইকটি নিয়ে পালানোর সময় স্থানীয়দের সন্দেহ হয় ৷ চেপে ধরতেই চুরির কথা স্বীকার করে সে ৷ এরপরেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ ওই যুবককে উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details