রায়গঞ্জ, ১৯ মার্চ : কোরোনা ভাইরাসের মোকাবিলায় কী কী পদ্ধতি অবলম্বন করা উচিত জেলা স্বাস্থ্য কর্মীদের তারই প্রশিক্ষণ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO । বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দপ্তরের কনফারেন্স রুমে এই বিষয়ে প্রশিক্ষণ দেয় সংস্থার ৩ আধিকারিক । এই প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সরকারি ও স্বাস্থ্য দপ্তরে একাধিক কর্তা উপস্থিত ছিলেন। কোরোনা ভাইরাসের মোকাবিলায় যে সকল গাইডলাইন জারি করা হয়েছে সেগুলো কীভাবে মেনে চলতে হবে, তারও প্রশিক্ষণ দেন প্রশিক্ষকরা ।
কোরনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দিল WHO - world health organization
কোরোনা ভাইরাস মোকাবিলায় কারা মাস্ক পরবেন ? কীভাবে হাত পরিষ্কার রাখা হবে স্যানিটাইজারের মাধ্যমে ? কাদের পরীক্ষা করা হবে এমনই সব তথ্য আজ স্বাস্থ্য কর্মীদের সামনে তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা । সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস ।এর হাত থেকে কীভাবে দূরে সরে থাকা যায় এবং কীভাবে নিজেরা সুরক্ষিত থেকে রোগের চিহ্নিতকরণ করা যায় তারই প্রশিক্ষণ দেন ওই প্রশিক্ষকরা ।
কোরোনা ভাইরাস মোকাবিলায় কারা মাস্ক পরবেন ? কীভাবে হাত পরিষ্কার রাখা হবে স্যানিটাইজারের মাধ্যমে ? কাদের পরীক্ষা করা হবে এমনই সব তথ্য আজ স্বাস্থ্য কর্মীদের সামনে তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা । সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস ।এর হাত থেকে কীভাবে দূরে সরে থাকা যায় এবং কীভাবে নিজেরা সুরক্ষিত থেকে রোগের চিহ্নিতকরণ করা যায় তারই প্রশিক্ষণ দেন ওই প্রশিক্ষকরা ।
স্বাস্থ্যকর্মীদের জন্য এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল জেলা স্বাস্থ্য দপ্তর । বাংলাদেশ এবং বিহার পার্শ্ববর্তী এলাকাগুলোতে হওয়ায় এই ভাইরাস সংক্রমণের আশঙ্কা যথেষ্ট বেশি । তাই স্বাস্থ্যকর্মীদের এই বিষয়ে পুরোপুরি প্রশিক্ষিত করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান। ইতিমধ্যেই জেলার বিহার বাংলা সীমান্তবর্তী এলাকা থেকে ১৩টি জায়গায় স্বাস্থ্য দপ্তর নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে । স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, ICDS কর্মীরা থাকছেন সেখানে । কী কী উপসর্গ থাকলে এক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে সেসবকিছু বিষয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করেন হু-য়ের প্রতিনিধিরা ।