পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান রায়গঞ্জের ভাইস চেয়ারম্যানের - মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান

মুখ্য়মন্ত্রীর ত্রাণ তহবিলে 1লাখ 18 হাজার টাকা দান করলেন রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান । জেলাশাসকের হাতে এই টাকা তুলে দেন তিনি । তাঁর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে ।

donation
অনুদান

By

Published : Apr 19, 2020, 9:29 AM IST

রায়গঞ্জ, 19 এপ্রিল: কোরোনা সংক্রমণ মোকাবিলায় ত্রাণ তহবিল গড়েছেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী । সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন সাধ্যমতো ত্রাণ তহবিলে দান করার । আবেদনে সারা দিয়ে এগিয়ে আসছেন বহু মানুষ । সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, কখনও স্কুল পড়ুয়া তো কখনও কোনও প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতা-নেত্রীরা সাধ্যমতো দান করছেন । কেউ দান করছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে । কেউ করছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে । এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার । গতকাল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ 18 হাজার টাকা অনুদান দেন তিনি ।

জেলা শাসক অরবিন্দ কুমার মিনার হাতে চেকের মাধ্যমে এই টাকা তুলে দেন অরিন্দমবাবু । বলেন, "কোরোনা সংক্রমণে বহু মানুষ বিপন্ন । পরিস্থিতি বিবেচনা করেই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল তৈরি করেছেন । কাউন্সিলরের জন্য সরকারের যে বেতন বরাদ্দ ছিল তা তিন বছর ধরে নিইনি । জমা থাকা টাকার পুরোটাই জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলাম । আশা করি, অন্যরাও এগিয়ে এসে টাকা দান করবেন ।"

অরিন্দমবাবুর উদ্যোগের প্রশংসা করে জেলা শাসক বলেন, " সবার কাছে আবেদন আপনারাও এই উদ্যোগে শামিল হন । সাধ্যমতো ত্রাণ তহবিলে দান করুন ।" এর আগেও রায়গঞ্জ ব্লক ও পৌর অঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিলি করেছিলেন অরিন্দম সরকার ।

ABOUT THE AUTHOR

...view details