পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যশ মোকাবিলায় জরুরি বৈঠকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের - Uttar Dinajpur district administration

রাজ্যের মুখ্যসচিব সব জেলা প্রশাসনকে ঘূর্ণিঝড় যশের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন । মুখ্যসচিবের নির্দেশ পেয়েই সোমবার তড়িঘড়ি জরুরি বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দকুমার মীনা । কৃষি সহ সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা বিভাগ সহ প্রায় সব বিভাগের আধিকারিকদের নিয়ে যশ সতর্কতায় জরুরি বৈঠকে সবরকম ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন জেলাশাসক ।

যশের মোকাবিলায় জরুরি বৈঠকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন
যশের মোকাবিলায় জরুরি বৈঠকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন

By

Published : May 24, 2021, 10:08 PM IST

রায়গঞ্জ, 24 মে : ঘূর্ণিঝড় যশ নিয়ে সতর্কতামূলক জরুরি বৈঠক করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন । জেলার সমস্ত বিভাগের আধিকারিকদের নিয়ে জেলাশাসকের দফতরে বিবেকানন্দ সভাকক্ষে যশ নিয়ে জরুরি বৈঠক সারলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনা । সমস্ত বিভাগকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পাশাপাশি শহর থেকে গ্রাম সর্বত্র সাধারণ মানুষ থেকে কৃষকদের সতর্ক হওয়ার বার্তা দিয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারও শুরু করেছে জেলা প্রশাসন । যশ মোকাবিলায় জেলায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম ।

কৃষকদের সতর্কবার্তা দিয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন



রাজ্যের মুখ্যসচিব সব জেলা প্রশাসনকে ঘূর্ণিঝড় যশের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন । মুখ্যসচিবের নির্দেশ পেয়েই সোমবার তড়িঘড়ি জরুরি বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দকুমার মীনা । কৃষি সহ সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা বিভাগ সহ প্রায় সব বিভাগের আধিকারিকদের নিয়ে যশ সতর্কতায় জরুরি বৈঠকে সবরকম ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন জেলাশাসক ।

যশের মোকাবিলায় জরুরি বৈঠকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন

আরও পড়ুন :যশ ধেয়ে আসার আগেই ফ্লাড শেল্টারে সুন্দরবনের 2 লক্ষ মানুষ

জেলার কৃষকদের দ্রুত মাঠের পাকা ফসল কেটে ঘরে তোলার জন্য সরকারিভাবে প্রচারও শুরু করেছে প্রশাসন । জেলাশাসক অরবিন্দকুমার মীনা জানিয়েছেন, প্রত্যেক বিভাগকেই উদ্ধারকারী দল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে । বিশেষ করে বিদ্যুৎ, কৃষি ও সেচ বিভাগকে অতি সক্রিয়তার সঙ্গে যশ মোকাবিলায় সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বিভাগকেও এখন থেকেই তৈরি থাকার নির্দেশ দিয়েছেন তিনি । এছাড়াও যশ মোকাবিলার জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে । কন্ট্রোল রুমের নম্বর হল 03523-246153 । জেলার সমস্ত বিডিওদেরও সর্বদা সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক ।

ABOUT THE AUTHOR

...view details