রায়গঞ্জ, 24 মে : ঘূর্ণিঝড় যশ নিয়ে সতর্কতামূলক জরুরি বৈঠক করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন । জেলার সমস্ত বিভাগের আধিকারিকদের নিয়ে জেলাশাসকের দফতরে বিবেকানন্দ সভাকক্ষে যশ নিয়ে জরুরি বৈঠক সারলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনা । সমস্ত বিভাগকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পাশাপাশি শহর থেকে গ্রাম সর্বত্র সাধারণ মানুষ থেকে কৃষকদের সতর্ক হওয়ার বার্তা দিয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারও শুরু করেছে জেলা প্রশাসন । যশ মোকাবিলায় জেলায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম ।
রাজ্যের মুখ্যসচিব সব জেলা প্রশাসনকে ঘূর্ণিঝড় যশের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন । মুখ্যসচিবের নির্দেশ পেয়েই সোমবার তড়িঘড়ি জরুরি বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দকুমার মীনা । কৃষি সহ সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা বিভাগ সহ প্রায় সব বিভাগের আধিকারিকদের নিয়ে যশ সতর্কতায় জরুরি বৈঠকে সবরকম ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন জেলাশাসক ।