রায়গঞ্জ, 18 মে : উত্তর দিনাজেপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন দু'জন । সম্প্রতি ভিনরাজ্য থেকে ফিরেছেন তাঁরা । কিছুদিন আগেই তাঁদের সোয়াবের নমুনা পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখান থেকে গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের কাছে রিপোর্ট আসে । জানা যায়, তাঁরা কোরোনায় আক্রান্ত । তড়িঘড়ি তাঁদের কর্ণজোড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 11 ।
স্বাস্থ্য বিভাগের তরফে জানা গেছে, আক্রান্ত দু'জনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে । শনিবার প্রথম এই ব্লকে একজন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছিল । এরপর গতরাতে আরও দু'জন সংক্রমিতের খোঁজ পাওয়া যায় । যার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । স্যানিটাইজ়েশনের কাজ শুরু হয়েছে । আক্রান্তদের সংস্পর্শে আসা অনেকেরই সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ।