পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তর দিনাজপুরে কোরোনায় আক্রান্ত আরও 2, ফিরেছেন ভিনরাজ্য থেকে - কোরোনা সংক্রান্ত খবর ট

ভিনরাজ্য থেকে ফিরে কোরোনায় আক্রান্ত উত্তর দিনাজপুরের আরও দু'জন । তাঁদের কর্ণজোড়ার হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ছবি
ছবি

By

Published : May 18, 2020, 10:29 AM IST

রায়গঞ্জ, 18 মে : উত্তর দিনাজেপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন দু'জন । সম্প্রতি ভিনরাজ্য থেকে ফিরেছেন তাঁরা । কিছুদিন আগেই তাঁদের সোয়াবের নমুনা পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখান থেকে গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের কাছে রিপোর্ট আসে । জানা যায়, তাঁরা কোরোনায় আক্রান্ত । তড়িঘড়ি তাঁদের কর্ণজোড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 11 ।

স্বাস্থ্য বিভাগের তরফে জানা গেছে, আক্রান্ত দু'জনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে । শনিবার প্রথম এই ব্লকে একজন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছিল । এরপর গতরাতে আরও দু'জন সংক্রমিতের খোঁজ পাওয়া যায় । যার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । স্যানিটাইজ়েশনের কাজ শুরু হয়েছে । আক্রান্তদের সংস্পর্শে আসা অনেকেরই সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

উত্তর দিনাজপুরে 11 জন আক্রান্তের খোঁজ মেলায় আর গ্রিন জ়োনে নেই এই জেলা । কোরোনা মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে । সতর্কতামূলক প্রচারও চলছে এলাকায় । স্থানীয়দের কথায়, ভিনরাজ্যের শ্রমিকরা জেলায় ফেরার পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে ।

যদিও এবিষয়ে এখনও পর্যন্ত সরাসরি জেলা প্রশাসনের আধিকারিকরা কিছু বলেননি।

ABOUT THE AUTHOR

...view details