কলকাতা, 5 জানুয়ারি: হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যু মামলায় সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তাতে হলফনামা দাখিল করল রাজ্য । সেখানে রাজ্যের তরফে জানানো হয়েছে, সিআইডি যে তদন্ত করছে তা যথাযথ।
হেমতাবাদের বিধায়কের মৃত্যু মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা রাজ্যের - সুপ্রিম কোর্টে হলফনামা রাজ্যের
রাজ্যের তরফে হলফনামায় বলা হয়েছে, মামলাকারী কিছু সংবাদমাধ্যমের বক্তব্যকে বেশি গুরুত্ব দিয়েছেন । 13 জুলাই যেদিন বিধায়কের মৃত্যুর খবর প্রকাশিত হয় তারপর রাজ্যপাল কয়েকটি টুইট করেছিলেন । মামলাকারী এই সমস্ত তথ্য খতিয়ে না দেখে রাজ্য প্রশাসন ও সিআইডিকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন। এটা অযৌক্তিক ।
দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী এর আগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সিবিআই তদন্তের দাবিতে । কিন্তু হাইকোর্ট তার রায়ে পরিষ্কার জানিয়েছে, সিআইডি যে তদন্ত করছে তাতে কোনও পক্ষপাতিত্ব নেই । পাশাপাশি রাজ্যের কোনও আধিকারিকের এখানে যোগসাজশ পাওয়া যায়নি । কেউ তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করেনি । ফলে সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই বলে মামলাটি বিচারপতি শিবকান্ত প্রসাদের সিঙ্গল বেঞ্চ নিষ্পত্তি করে দিয়েছিল।
রাজ্যের তরফে হলফনামায় বলা হয়েছে, মামলাকারী কিছু সংবাদমাধ্যমের বক্তব্যকে বেশি গুরুত্ব দিয়েছেন । 13 জুলাই যেদিন বিধায়কের মৃত্যুর খবর প্রকাশিত হয় তারপর রাজ্যপাল কয়েকটি টুইট করেছিলেন । মামলাকারী এই সমস্ত তথ্য খতিয়ে না দেখে রাজ্য প্রশাসন ও সিআইডিকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন। এটা অযৌক্তিক । এই সমস্ত তথ্যের ভিত্তিতে কেউ সিবিআই তদন্তের দাবি জানাতে পারেন না বলে হলফনামায় জানানো হয়েছে।
13 জুলাই সকালে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুর পর রায়গঞ্জের পুলিশ সুপার জানান, তাঁদের প্রাথমিক অনুমান দেবেন্দ্রনাথবাবু আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার তত্ত্ব মানতে চাননি দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী।