পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-ই বলেছিল চোর মুকুল, এখন সে চৌকিদার : সেলিম - selim

গতকাল রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট মহম্মদ সেলিমের সমর্থনে জনসভা রাখে। সেখানে তিনি বলেন, "BJP আগে বলেছিল ভাগ মুকুল ভাগ। মুকুল রায় চোর। আর এখন তারই টুইটারে দেখা যাচ্ছে চৌকিদার মুকুল।"

ছবি সৌজন্যে টুইটার

By

Published : Mar 18, 2019, 9:32 AM IST

রায়গঞ্জ, ১৮ মার্চ : "BJP আগে বলেছিল ভাগ মুকুল ভাগ। মুকুল রায় চোর। আর এখন তারই টুইটারে দেখা যাচ্ছে চৌকিদার মুকুল।" গতকাল রায়গঞ্জের একটি নির্বাচনী জনসভা থেকে BJP-কে কটাক্ষ করে একথা বললেন মহম্মদ সেলিম। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর গতকাল সেখানে প্রথম জনসভা করেন তিনি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, CPI-এর প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি, RSP-র বিশ্বনাথ চৌধুরিসহ অন্যান্য বাম নেতা-কর্মীরা। তাঁর সঙ্গেই গতকাল জনসভায় বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্রও। বক্তব্যের শুরু থেকেই তাঁরা তৃণমূল এবং BJP-কে আক্রমণ করেন।

বামেদের ভরাডুবিতেও গতবার লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হন মহম্মদ সেলিম। এবারেও আস্থা রেখে রায়গঞ্জ কেন্দ্রে তাঁরই নাম ঘোষণা করে বামফ্রন্ট। গতকাল রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট তাঁর সমর্থনে জনসভাটি রাখে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন, "বাম আমলে ৩৪ বছর বন্যার সময় মানুষ হেলিকপ্টারে ত্রাণ পেত। গত বন্যায়ও মানুষ অপেক্ষা করেছিল কিন্তু মোদির হেলিকপ্টার এল না, দিদিরও এল না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।"

তৃণমূলকে কটাক্ষ করে গতকাল সেলিম আরও বলেন, "এখন ভোটের সময় অনেক গায়ক-গায়িকা, নায়ক-নায়িকাদের হেলিকপ্টারে চড়াবে আর এর ফাঁকে ওরাও হেলিকপ্টারে চড়ে নেবে। কারণ ওদের টাকা আছে। লাগে টাকা দেবে গৌরী সেন। লুটের টাকা, চিটফান্ডের টাকা। এই সব লুটের টাকা তারা ভোটে খরচ করবে। একদিকে বাংলায় চুরি কর অন্যদিকে দিল্লিতে গিয়ে BJP-তে ঢুকে পর। BJP-তে চোর হয়ে ঢুকে চৌকিদার হয়ে বেরিয়ে আসে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details