রায়গঞ্জ, 8 মার্চ : জাতীয় সড়কে কাজের জন্য অসুবিধায় এলাকাবাসী । সেই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে রায়গঞ্জের রূপাহার থানার বাসিন্দারা । পুলিশ এলাকায় এসে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করলেও নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা । এদিকে বিক্ষোভের জেরে অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক ।
ন্যাশনাল হাইওয়ে ফোরলেন কাজে ধুলো বালিতে অতিষ্ঠ সড়ক সংলগ্ন স্থানীয় বাসিন্দারা । অবিলম্বে রাস্তা নির্মাণ শেষ করে তাঁদের এই অবস্থা নিরসনের দাবিতে 34 নম্বর জাতীয় অবরোধ করে বিক্ষোভ দেখায় রায়গঞ্জ থানার রূপাহার গ্রামের বাসিন্দারা । জাতীয় সড়ক অবরোধ হতে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ । কিন্তু অনড় আন্দোলনকারিরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন । এদিকে জাতীয় সড়ক ফোরলেন করার দায়িত্বে থাকা ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের কোনও আধিকারিকের দেখা মেলেনি । ফলে রায়গঞ্জের রূপাহারে 34 নম্বর জাতীয় অবরুদ্ধ হয়ে পড়ে । অবরোধে আটকে সমস্যায় পড়েছেন মাল বোঝাই দূরপাল্লার লড়ি থেকে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন । গত তিন বছর রায়গঞ্জের রূপাহার থেকে বিভিন্ন গ্রাম হয়ে পানিশালা পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণ ও ফোর লেন নির্মাণের কাজ করে চলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ । কিন্তু আজ অবধি জাতীয় সড়কে পিচ পড়েনি । ফলে প্রতিনিয়ত বালি ও মাটি বোঝাই ডাম্পার রূপাহার সংলগ্ন এলাকা দিয়ে চলাচল করায় চরম সমস্যায় ভুগছেন আশপাশের এলাকার বাসিন্দারা । নির্মীয়মাণ জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে, আর তাই সবসময় এলাকা ধুলোয় ধুসরিত হয়ে থাকছে ।