পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে মাস্ক-স্যানিটাইজার বিলি বাম-কংগ্রেসের

ভয়াবহ অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রায়গঞ্জ শহরে । প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ।

রায়গঞ্জে মাস্ক-স্যানিটাইজার বিলি বাম-কংগ্রেসের
রায়গঞ্জে মাস্ক-স্যানিটাইজার বিলি বাম-কংগ্রেসের

By

Published : May 12, 2021, 6:45 PM IST

রায়গঞ্জ, 12 মে : ভোটে হেরে গেলেও মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়নি । যেভাবে সারা বছর মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধানে উদ্যোগী হয়, ঠিক সেভাবেই এই অতিমারি করোনার সময়ে রায়গঞ্জের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াল কংগ্রেস ও সিপিআইএম ।

বুধবার বাম-কংগ্রেস যৌথভাবে রায়গঞ্জ শহরের রাজপথের দুই ধারে থাকা ব্যবসায়ী দোকানদার এবং পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দিল মাস্ক ও স্যানিটাইজার । বাম-কংগ্রেসের এই মাস্ক স্যানিটাইজার বিলি কর্মসূচিতে অংশ নেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, উত্তর দিনাজপুর সিপিআইএম জেলা সম্পাদক অপূর্ব পাল, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ-সহ বাম-কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ।

রায়গঞ্জে মাস্ক-স্যানিটাইজার বিলি বাম-কংগ্রেসের

ভয়াবহ অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রায়গঞ্জ শহরে । প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখা - এটাই হল একমাত্র করোনা সংক্রমণ আটকানোর একমাত্র উপায় । সরকারিভাবে স্যানিটাইজার বা মাস্ক বিলির ব্যাবস্থা না থাকার অভিযোগ তুলে নিজেরাই সাধারণ মানুষের কাছে পৌঁছে, তাঁদের হাতে মাস্ক ও স্যানিটাইজার বিলি করা শুরু করল উত্তর দিনাজপুর জেলার বাম-কংগ্রেস ।

আরও পড়ুন :বন্ধ লোকাল ট্রেন, ক্ষতির মুখে জলযান পরিষেবা

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত এবং সিপিআইএম এর জেলা সম্পাদক অপূর্ব পালের নেতৃত্বে বুধবার বাম-কংগ্রেস যৌথভাবে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ও বাজারগুলিতে মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন । মাস্ক ও স্যানিটাইজার বিলি করার পাশাপাশি সাধারন মানুষকে ভয়াবহ এই করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বার্তা দিল বাম-কংগ্রেস জোট । রায়গঞ্জ শহরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করে সাধারণ মানুষকে সচেতন করল রাজ্য বিধানসভা থেকে মুছে যাওয়া রাজনৈতিক দল বাম-কংগ্রেস ।

ABOUT THE AUTHOR

...view details