রায়গঞ্জ, 26 অক্টোবর : বন্ধ দোকান থেকে এক ব্য়ক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল চাকুলিয়ার পশ্চিম পাড়ায় ৷ মৃতের নাম দিলীপ মণ্ডল ৷ তিনি হরেন মণ্ডল নামে এক ব্য়ক্তির থেকে দোকান ঘরটি ভাড়া নিয়ে দর্জির কাজ করতেন ৷ পুলিশ দিলীপ মণ্ডলের দেহ উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে ৷ অস্বাভাবিক মৃত্য়ুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
বন্ধ দোকানের ভিতর থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ - উত্তর দিনাজপুর
মৃতের প্রতিবেশীদের দাবি, তাঁর জুয়ার নেশা ছিল ৷ ফলে জুয়ায় হেরে মানসিক অবসাদ থেকে আত্মহত্য়া করে থাকতে পারেন বলে অনুমান পুলিশের ৷
পুজোর মধ্য়ে কাজের চাপ থাকায় প্রায়ই বাড়ি যেতেন না দিলীপবাবু ৷ আর অষ্টমীর দিন থেকে দোকানেই থাকতে শুরু করেছিলেন তিনি ৷ ফলে তাঁর বাড়ি না ফেরা নিয়েও তেমন কোনও সন্দেহ তৈরি হয়নি বলে দাবি পরিবারের ৷ তবে, গ্রাহকরা দোকানে জামাকাপড় নিতে এসে বেশ কয়েকবার ফিরে গিয়েছেন ৷ আজ সকালে দোকানের ভিতর থেকে পচা গন্ধ বেরোতে শুরু করে ৷ এরপরই খবর দেওয়া হয় কানকি ফাঁড়িতে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । দোকানের ভিতর থেকে দিলীপবাবুর পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে ৷ ফলে ঘটনাটি আত্মহত্য়া না খুন তা বোঝা যাচ্ছে না ৷
দিলীপ মণ্ডলের প্রতিবেশীদের দাবি, তাঁর জুয়ার নেশা ছিল ৷ ফলে জুয়ায় হেরে মানসিক অবসাদ থেকে আত্মহত্য়া করে থাকতে পারেন বলে অনুমান পুলিশের ৷