পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে তাড়া, দুর্ঘটনায় মৃত যুবক - police

ছেলেধরা সন্দেহে তাড়া খেয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর আহত এক যুবক ৷

ছেলেধরা

By

Published : Sep 11, 2019, 7:55 PM IST

রায়গঞ্জ, 11 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে তাড়া খেয়ে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর । ঘটনাটি ঘটেছে বিহারের শীতজহারি এলাকায় । মৃত যুবকের নাম আকালু মহম্মদ ( 30) । উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা সংলগ্ন বিহারের পোটিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিহারের পোটিয়া থানার শীতজহারি এলাকায় একটি মোটরবাইকে তিনজন অপরিচিত যুবককে দেখতে পায় স্থানীয়রা৷ এর পর স্থানীয় বাসিন্দারা ছেলেধরা সন্দেহে তাদের ধাওয়া করে । ধাওয়া খেয়ে ওই তারা দ্রুতগতিতে মোটরবাইক নিয়ে পালানোর চেষ্টা করা ৷ সেই সময় রাস্তায় একটি সাইকেলের সঙ্গে মোটরবইকের মুখোমুখি সংঘর্ষ হয় । মোটরবাইক উলটে গিয়ে ঘটনাস্থানে মৃত্যু হয় আকালু মহম্মদের । বাকি দু'জন আহত অবস্থাতেই পালিয়ে যায় । গুরুতর আহত সাইকেল আরোহীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details