পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে 5 লাখ টাকা অনুদান কালিয়াগঞ্জ পৌরসভার - Corona

কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর সাহায্যে এগিয়ে এল কালিয়াগঞ্জ পৌরসভা । মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে দান করল পাঁচ লাখ ।

Kaliagunj Municipality
কালিয়াগঞ্জ পৌরসভা

By

Published : Apr 8, 2020, 9:29 AM IST

রায়গঞ্জ, 8 এপ্রিল : কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে পাঁচ লাখ টাকা দান করল কালিয়াগঞ্জ পৌরসভা । গতকাল মুখ্যমন্ত্রীর এই তহবিলের নামে পৌরসভার তরফে চেক দেন চেয়ারম্যান কার্তিক পাল ।

মুখ্যমন্ত্রীর এই তহবিলে সাহায্যের জন্য এগিয়ে এসেছে অনেকেই । এবার সাহায্যের হাত বাড়াল তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভা । মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে দিল পাঁচ লাখ টাকা । গতকাল জেলা প্রশাসনের হাতে চেক তুলে দেওয়া হয় ।

কালিয়াগঞ্জ পৌরসভার তরফে দেওয়া চেক

কালিয়াগঞ্জের পৌরপ্রধান কার্তিকচন্দ্র পাল বলেন, "আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোরোনা বিরুদ্ধে কঠোর লড়াই চালিয়ে যাচ্ছেন । তাঁর এই লড়াইয়ে আমরা পাশে আছি । তাই অর্থ দান আমাদের ক্ষুদ্র প্রয়াস ।"

ABOUT THE AUTHOR

...view details