পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনামূল্যে রান্নার গ্যাস বিলি কালিয়াগঞ্জ পৌরসভার - lockdown

কালিয়াগঞ্জের পৌর প্রশাসক কার্তিক পালের এই মানবিক পদক্ষেপে ব্যাপক সাড়া পড়েছে থানাপাড়ায় । শনিবার তিন কেজি করে রান্নার গ্যাস পৌরসভার পক্ষ থেকে থানাপাড়ার বাসিন্দাদের জন্য দেওয়া হয় ।

কালিয়াগঞ্জ পুরসভা
কালিয়াগঞ্জ পুরসভা

By

Published : May 23, 2020, 10:52 PM IST

রায়গঞ্জ, 23 মে: বিনামূল্যে রান্নার গ্যাস বিলি করলো কালিয়াগঞ্জ পৌরসভা । কালিয়াগঞ্জ শহরের থানাপাড়া কনটেইনমেন্ট জ়োনে পরিনত হয়েছে । কনটেইনমেন্ট জ়োনের বাসিন্দাদের সুবিধার্থে পৌরসভার তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে । তার মধ্যে বিনামূল্যে রান্নার গ্যাস বিলি হল অন্যতম পদক্ষেপ ।

কালিয়াগঞ্জের পৌর প্রশাসক কার্তিক পালের এই মানবিক পদক্ষেপে ব্যাপক সাড়া পড়েছে থানাপাড়ায় । শনিবার তিন কেজি করে রান্নার গ্যাস পৌরসভার পক্ষ থেকে থানাপাড়ার বাসিন্দাদের জন্য দেওয়া হয় । ছোটো সিলিন্ডারে রান্নার গ্যাস তুলে দেওয়া হয় এলাকার দুস্থ, গরীব বাসিন্দাদের । পাশাপাশি পৌর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও থানাপাড়ায় ক্যাম্প করে ওষুধপত্র বিলি করা হয়েছে । গত রবিবার থেকে কালিয়াগঞ্জ শহরের এই এলাকা কনটেইনমেন্ট জ়োনে পরিণত হয়েছে । কলকাতা থেকে আসা পাড়ার এক যুবকের শরীরে কোরোনার সন্ধান মিলেছিল । ফলে থানাপাড়া এলাকাকে সিল করে দেওয়ায় পাড়ার বাসিন্দারা বাইরে যেতে পারছেন না । খাবার সামগ্রী থেকে শুরু করে ওষুধপত্রের মতো রান্নার গ্যাসের জোগানেও টান পড়ছিল । এই বিষয়টি মাথায় রেখেই কালিয়াগঞ্জের সদ্য প্রাক্তন পৌরপ্রধান তথা নয়া পুর-প্রশাসক কার্তিক পাল কনটেইনমেন্ট জ়োনের বাসিন্দাদের বিনামূল্যে রান্নার গ্যাস বিলি করেন । দিন কয়েক আগে এই এলাকার বাসিন্দাদের জন্য বিনামূল্যে সবজি ও ডিম বিলি করা হয়েছিল ।

তিন কেজির ছোটো গ্যাস সিলিন্ডারের পাশাপাশি ওষুধপত্রও ক্যাম্পের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে বিলি করা হয় । কালিয়াগঞ্জের পৌর প্রশাসক কার্তিক পাল জানিয়েছেন, "থানাপাড়া এলাকার মানুষদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্য পৌর প্রশাসন নজর রাখছে । কনটেইনমেন্ট জ়োনে পরিণত হওয়ায় এলাকার মানুষেরা বাইরে বের হতে পারছে না । তারা যাতে কোনও সমস্যায় না পড়ে সেজন্যই বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কালিয়াগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে ।" পৌরসভার এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন কনটেইনমেন্ট জ়োনে থাকা মানুষেরা ।

ABOUT THE AUTHOR

...view details