রায়গঞ্জ, 23 অক্টোবর:রায়গঞ্জে পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের দলনেতা অনিলচন্দ্র দেবনাথের একটি ঘর থেকে (TMC leader house in Raiganj) বিপুল পরিমানে বেআইনি কাঠ উদ্ধার হয়েছে (Illegal wood recovered) ৷ অভিযোগ, দখল করা সরকারি খাস জমি মুক্ত করার সময় কাঠগুলি উদ্ধার হয় ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বেআইনি কাঠগুলি উদ্ধার করে বন দফতরে নিয়ে যাওয়া হয়েছে ।
অনিলের স্ত্রী বেলা বসাক দেবনাথের বিরুদ্ধে সরকারি জমি দখল করে দীর্ঘদিন দিন ধরে ব্যবসা করার অভিযোগ ছিল ৷ শনিবার ওই জমি দখল মুক্ত করে রায়গঞ্জের ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর । এদিন জেসিবি দিয়ে ওই জমি দখলমুক্ত করা হয় । সেই সময় গুদামের মধ্যে প্রচুর কাঠ দেখতে পান রায়গঞ্জের ভূমি সংস্কার আধিকারিক শুভঙ্কর সাহা ও বিডিও শুভজিৎ মণ্ডল । কাঠগুলি দেখা মাত্রই বন দফতরে খবর দেওয়া হয় ৷
অনিলকে বন দফতরের আধিকারিক ওই কাঠগুলির চালান দেখাতে বলেন । কিন্তু তিনি কোন চালান দেখাতে না পারায় ওই কাঠগুলি বন দফতর বাজেয়াপ্ত করে নিয়ে যায় । এই বিপুল পরিমাণ কাঠ কোথায় থেকে কীভাবে এলো, তার তদন্তে নেমেছেন বন দফতরের আধিকারিকেরা ।
তৃণমূল নেতার ঘর থেকে বেআইনি কাঠ উদ্ধার রায়গঞ্জে উল্লেখ্য, রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কর্ণজোড়া হাটখোলা এলাকায় সরকারি জমি দখল করে ইট, বালি, পাথরের ব্যবসা করছিলেন অনিলচন্দ্রের স্ত্রী বেলা বসাক দেবনাথ । ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে অনিলকে নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল । নোটিশ জারি করার পরেও তাঁরা ওই সরকারি খাস জমি খালি করেননি বলে অভিযোগ ৷ তারপরই শনিবার জামিটি দখল মুক্ত করা হয়েছে ।
অনিলের স্ত্রী বেলা বসাক দেবনাথ জানান, কর্ণজোড়া এলাকায় অডিটোরিয়াম পরে থাকা একটি গাছ ওখানকার এক ঠিকাদারের কাছ থেকে কেনা হয়েছিল । ওই ঠিকাদার তাঁকে কোন কাগজ দেয়নি বলে তাঁর কাছে গাছটি কেনার কোন কাগজপত্র নেই ৷ এই কাঠগুলি অবৈধ না বলে দাবি করেন বেলা ।
আরও পড়ুন:বিয়ের দাবিতে ধরনায় বসা প্রেমিকাকে থানায় নিয়ে গেলে আত্মহত্যা, বিক্ষোভের আগুন হেমতাবাদে
অন্যদিকে জেলা বনধিকারী কমল সরকার জানান, সরকারি খাস জমি দখল মুক্ত করার সময় কাঠগুলি দেখা যায় । এই কাঠগুলির কাগজ চাওয়া হলে তাঁরা কাগজ দেখাতে পারেনি ৷ ফলে কাঠগুলি বাজেয়াপ্ত করে বন দফতরে নিয়ে যাওয়া হচ্ছে । প্রায় 6 থেকে 7 এম কিউ-এর মতো কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে ।