নির্বাচনে শান্তির বার্তা দিতে গান প্রবীন লোকশিল্পী তরণী মোহন বিশ্বাসের রায়গঞ্জ, 24 জুন:রাজ্যে নির্বাচনী যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ রাজনৈতিক দলগুলির মধ্যে চড়েছে উত্তেজনার পারদ ৷ পাল্লা দিয়ে বাড়ছে হিংসার ঘটনাও ৷ প্রতিদিনই হানাহানির ঘটনা প্রকাশ্যে আসছে ৷ এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই এবার শান্তির বার্তা দিতে গান বাঁধলেন তরণী বাবু ৷
রায়গঞ্জের কাশীবাটি সংলগ্ন ছত্রপুর গ্রামের বাসিন্দা তরনী মোহন বিশ্বাস । এলাকায় লোকশিল্পী হিসাবে পরিচিত তিনি । নিজের শিল্পসত্ত্বাকে কাজে লাগিয়ে সমাজের কাছে নির্বাচনী আবহে পৌঁছে দিচ্ছেন শান্তির বার্তা ৷ এই গান শান্তির গান, সম্প্রীতির গান, সচেতনতার গান । একজন শিল্পীরও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই যায় । তাই দুর্গাপুজো, ভোট এলেই তিনি গান বাঁধেন ৷ তাঁর গানের মাধ্য়মে বার্তা দেন সামাজিক স্থিতাবস্থার ৷ উত্তেজনা পূর্ণ পরিস্থিতিতেও কীভাবে বজায় রাখা য়ায় শান্তির পরিবেশ ৷ কারণ সমাজে যখন হানাহানি, হিংসার ঘটনা বাড়তে থাকে, শিল্পীরা অস্ত্র হিসেবে বেছে নেন তাঁদের শিল্পসত্ত্বাকে ৷ যেমনটি করেছেন তরণী মোহন বিশ্বাস ৷
লোকশিল্পী তরণী মোহন বিশ্বাসের কথায়, "কোনও মানুষই অশান্তি চায় না। সকলে শান্তিতে ভোট দিতে চান। কিছু অসাধু মানুষের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়। তাতে কত মায়ের কোল খালি হয়। তাই এই ধরনের ঘটনা যাতে না-ঘটে তার জন্য বিশেষ বার্তা দেন তিনি। " তরনীবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত গ্রামবাসীরা । গ্রাম অশান্ত হলেও শান্তির গানে যেন কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন এলাকাবাসী ৷
আরও পড়ুন:'মুখ্যমন্ত্রী চাইলে প্রার্থীপদ প্রত্যাহার করতে প্রস্তুত', মমতাকে বার্তা নওশাদের
প্রসঙ্গত, আর মাত্র ক'দিন পরেই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন । 8 জুলাই ভাগ্য নির্ধারণ হবে রাজ্যের শাসকদলের ৷ মনোনয়ন পর্ব থেকে রাজ্যের একাধিক জেলায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে । বাদ যায়নি উত্তর দিনাজপুরও । খালি হয়েছে মায়ের কোল । কেউ হারিয়েছে নিজের পিতা কিংবা স্বামীকে । মনোনয়ন পর্বেই যে পরিমাণ অশান্তির সৃষ্টি হয়েছিল তাতে ভোটের দিন কী হতে পারে, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে ।