রায়গঞ্জ, ২০ অক্টোবর : আগুন লাগলো বিদ্য়ুৎ বণ্টন কম্পানির পাওয়ার স্টেশনে ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে রায়গঞ্জের ইসলামপুর মলিন পল্লিতে ৷ ওই অঞ্চলে রাজ্য বিদ্য়ুৎ দপ্তরের একটি পাওয়ার স্টেশনের ট্রান্সফর্ম মিটারে আগুন লেগে যায় ৷ আগুন নেভাতে ঘটনাস্থানে দমকলের দু’টি ইঞ্জিন যায় ৷ দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসে ৷ এর জেরে দীর্ঘক্ষণ এলাকায় বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৷
বিদ্য়ুতের পাওয়ার স্টেশনে আগুন, 2টি ইঞ্জিন - শর্ট সার্কিট
বিদ্য়ুৎ প্লান্টে চার্জ করার সময়, তারের উপর একটি পাখি বসে ছিল ৷ যার কারণে শর্ট সার্কিট হয় ৷ এবং ট্রান্সফর্ম মিটারের তেল থেকে আগুন ধরে যায় ৷
বিদ্য়ুৎ দপ্তরের অ্য়াসিসটেন্ট ইঞ্জিনিয়ার আসমা উল হক জানান, বিদ্য়ুৎ প্লান্টে চার্জ করার সময়, তারের উপ একটি পাখি বসে ছিল ৷ যার কারণে শর্ট সার্কিট হয় ৷ এবং সেখান থেকে ট্রান্সফর্মার মিটারের তেল থেকে আগুন ধের যায় ৷ বিদ্য়ুৎ প্লান্টে আগুন ও ধোঁয়া দেখে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷ দমকলকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ৷
তবে, এর জেরে বিদ্য়ুৎ প্লান্টে বেশকিছু ক্ষতি হয়ে গিয়েছে ৷ আগুন ছড়িয়ে গিয়ে সেখানকার বেশকিছু যন্ত্রাংশের ক্ষতি হয়েছে ৷ সেগুলি বিকল হয়ে পড়ায় ইসলামপুর সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ তবে, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের তৎপরতায় তা দ্রুত স্বাভাবিক করা সম্ভব বলে জানিয়েছেন সেখানকার অ্য়াসিসটেন্ট ইঞ্জিনিয়ার ৷