পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালার জেরক্স করে বাজারে ছড়াচ্ছে 500 টাকার নোট - Fake currency

অবিকল আসল নোটের মতোই দেখতে । কিন্তু কালার ফটোকপি করা । এমনই নকল নোট ছড়িয়ে পড়ছে রায়গঞ্জের বাজারে ।

Raiganj news
উদ্ধার হওয়া নকল নোট

By

Published : Jul 26, 2020, 8:10 PM IST

Updated : Jul 27, 2020, 12:05 AM IST

রায়গঞ্জ, 26 জুলাই : একনজরে দেখতে অবিকল 500 টাকার নোটের মতোই ৷ কিন্তু, একটু ভালো করে দেখলেই বোঝা যাবে এ নোট আসল নয় ৷ 500 টাকার নোটের মাপের সাদা কাগজে কালার ফটোকপি করা ৷ আর এই ফটোকপি করা 500 টাকার নোটের নকল ছড়িয়ে পড়ছে বাজারে ৷ রায়গঞ্জ থেকে এমন ঘটনা সামনে এসেছে ৷ ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাদের চারদিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

রায়গঞ্জ শহরের ওই চার যুবক ভারতীয় টাকার কালার ফটোকপি করে সরবরাহ করত । রায়গঞ্জ থানার পুলিশের কাছে এই খবর আসার পর প্রতারকদের ধরতে জাল বিছায় পুলিশ । জেলখানা মোড় থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় । রায়গঞ্জের শ্যামাপল্লির বাসিন্দা তথা অভিযুক্ত প্রদীপ সাহা ওই এলাকায় পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে । ধৃতের কাছ থেকে আট বান্ডিল 500 টাকার ফটোকপি করা নোট উদ্ধার করেছে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । এই তিনজনের বাড়ি পশ্চিম বীরনগর এবং নেতাজি সুভাস কলোনি এলাকায় । পুলিশি তল্লাশিতে বেশ কয়েক বান্ডিল সাদা কাগজ, মোবাইল ফোন ও মোটরবাইক বাজেয়াপ্ত হয়েছে ।

কী বলছেন অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিংহ

আরও পড়ুন : সামশেরগঞ্জে জাল নোট সহ গ্রেপ্তার 2

অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিংহ জানিয়েছেন, ধৃতরা এই ফটোকপি করা টাকা নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করত । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশের জালে ধরা পড়েছে চার প্রতারক
Last Updated : Jul 27, 2020, 12:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details