রায়গঞ্জ, 19 মে : বিজেপি করায় এক বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌর এলাকার 6 নম্বর ওয়ার্ডে । খবর পেয়ে ওই বিজেপি কর্মীর বাড়িতে যান রায়গঞ্জের বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী । তৃণমূল কংগ্রেস আশ্রিত যাঁরা এই ঘটনার সাথে যুক্ত তাঁদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ পৌরএলাকার 6 নম্বর ওয়ার্ডের মিলনপাড়ার বাসিন্দা বিজেপি কর্মী সুজিত তোডি দীর্ঘদিন ধরে বিজেপি সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছিলেন । এবারের বিধানসভা নির্বাচনেও বিজেপির প্রচার সহ বিভিন্ন কাজ করেছেন তিনি । মঙ্গলবার গভীর রাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত কয়েকজন দুষ্কৃতী ওই বিজেপি কর্মীর বাড়িতে এসে দোকান খোলার জন্য সুজিতকে ডাকাডাকি করতে থাকে ৷ গভীর রাতে দোকান খুলে জিনিসপত্র দেন সুজিত ৷ এরপর সুজিত বিজেপি কেন করে, এই বলে মারধর করতে থাকেন দুষ্কৃতীরা ৷ এমনটাই অভিযোগ ৷ স্বামীকে মারধর করা হচ্ছে দেখে সুজিতবাবুর স্ত্রী চিৎকার চেঁচামেচি করতে থাকেন ৷ আশপাশের প্রতিবেশীরা ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যান ।