পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন বিজেপি বিধায়ক

বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই রায়গঞ্জে পৌঁছে একের পর এক জনকল্যাণকর কাজ করে চলেছেন বিজেপির বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী । আজ রায়গঞ্জে করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে দুপুরের খাবার পৌঁছে দিলেন তিনি ৷

bjp-mla-krishna-kalyani-delivered-food-to-the-homes-of-the-covid-19-effected-people-in-raiganj
রায়গঞ্জে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন বিজেপি বিধায়ক

By

Published : May 18, 2021, 5:44 PM IST

রায়গঞ্জ, 18 মে : কোভিড আক্রান্ত রোগীদের বাড়িতে দুপুরের খাবার পৌঁছে দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । বিধায়কের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ । বাড়িতে বসেই দুপুরের খাবার পেয়ে খুশি রায়গঞ্জ শহরের কোভিড আক্রান্তরা । বিধায়ক জানিয়েছেন, শুধু মধ্যাহ্নভোজের খাবার নয়, রাতের খাবারও বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে ।

বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই রায়গঞ্জে পৌঁছে একের পর এক জনকল্যাণকর কাজ করে চলেছেন বিজেপির বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী । ঈদে দুঃস্থদের বস্ত্রদান করেছিলেন ৷ রায়গঞ্জ বিধানসভা এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন ৷ তেমনি হাসপাতালে আসা রোগীর পরিবার পরিজন ও সাধারণ মানুষের মধ্যে দৈনিক পাঁচ হাজার করে রুটি-সবজি বিতরণ করেছেন ।

আরও পড়ুন : করোনা আক্রান্তদের পাশে নবদ্বীপের পৃথিবী

অতিমারি করোনা কালে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নতুন উদ্যোগ কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি দু’বেলা খাবার পৌঁছে দেওয়া । মঙ্গলবার থেকে এই কর্মসূচি চালু করলেন তিনি । এনিয়ে তিনি জানান, রায়গঞ্জ বিধানসভা এলাকার মানুষের পরিষেবা দেওয়াই তাঁর প্রধান কাজ । সেই হিসেবে যতটুকু পারছেন মানুষের হয়ে কাজ করার চেষ্টা করছেন । কোভিড আক্রান্ত পরিবারগুলির রান্না করে খাওয়ার মতো অবস্থায় নেই । সেই কারণে তাঁদের বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন তিনি । শুধু দুপুরের খাবারই নয়, তাঁদের রাতের খাবারও বাড়িতে পৌঁছে দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details