পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুনরায় অনুপ রায়ের মৃতদেহের ময়নাতদন্ত দাবি, রায়গঞ্জে অবরোধ BJP-র - Demand for second time post mortem

ম্যাজিস্ট্রেট ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে পুনরায় ময়নাতদন্ত করার দাবিতে রায়গঞ্জ শহরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর জেলা BJP ।

Road Block in Raiganj
ছবি

By

Published : Sep 3, 2020, 9:20 PM IST

রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর : BJP কর্মী অনুপ রায়ের মৃত্যুর ঘটনায় দোষী পুলিশ কর্মীদের শাস্তি এবং তাঁর দেহ কলকাতায় নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেট ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে পুনরায় ময়নাতদন্তের দাবিতে রায়গঞ্জ শহরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর জেলা BJP । আজ সন্ধ্যায় BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির নেতৃত্বে রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধি রোডে অবরোধ করেন BJP-র কর্মী-সমর্থকরা । জনসাধারণের যাতে তেমন অসুবিধা না হয় সেটা ভেবে আজ প্রতীকী অবরোধ করেন তাঁরা। পরবর্তীকালে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন BJP-র জেলা সভাপতি । এদিকে পুনরায় মৃতদেহের ময়নাতদন্ত না করা পর্যন্ত অনুপ রায়ের দেহ পরিবার নেবে না বলে জানিয়ে দেওয়া হয় ।

আরও পড়ুন :পুলিশি হেপাজতে BJP কর্মীর মৃত্যুর অভিযোগ রায়গঞ্জে, রাতেই ময়নাতদন্ত!

গতকাল নন্দনগ্রামের বাড়ি থেকে BJP কর্মী অনুপ রায়কে একটি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার করে পুলিশ । অভিযোগ, পুলিশি হেপাজতেই মৃত্যু হয় তাঁর । BJP-র তরফে অভিযোগ, পুলিশ পরিবারের কাউকে কিছু না জানিয়ে গতরাতেই অনুপ রায়ের দেহ ময়নাতদন্ত করে ফেলে । এদিকে BJP ও মৃত অনুপ রায়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশের মারধরের ফলে হেপাজতে থাকা অবস্থাতেই মৃত্যু হয়েছে তাঁর । ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ তড়িঘড়ি রাতেই ময়নাতদন্ত করে যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত বলেও অভিযোগ তুলেছে BJP ।

রায়গঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর জেলা BJP-র

আরও পড়ুন :BJP ক্ষমতায় এলে পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হবে : বিজয়বর্গীয়

BJP-র জেলা সভাপতি বলেন, "আমরা অনুপ রায়ের মরদেহ হাতে নেব না। আমাদের দাবি, কলকাতায় ম্যাজিস্ট্রেট ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে পুনরায় মৃতদেহের ময়নাতদন্ত করতে হবে।" তাঁর অভিযোগ, পুলিশের মারেই মৃত্যু হয়েছে অনুপ রায়ের। দোষী পুলিশ কর্মীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি তুলেছে জেলা BJP নেতৃত্ব। এই দাবিতেই আজ রায়গঞ্জ শহরে প্রতীকী পথ অবরোধ করা হয় BJP-র তরফে। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ।

কী বললেন BJP জেলা সভাপতি ?

ABOUT THE AUTHOR

...view details