রায়গঞ্জ, ৭ এপ্রিল : "ও ভাই ভোটের সময় আসলে পড়ে ভোট দেওয়া প্রয়োজন/ ভারতের নাগরিক আমরা/ শোনো সর্বজন ৷" নিজের উদ্যোগে এমন বাউল গানে ভোটদানে উৎসাহ দিয়ে সচেতনতামূলক প্রচারে বাউলশিল্পী বিনয় কৃষ্ণ মহন্ত ৷ তাঁর গান ভালোবেসে এগিয়ে আসছে মানুষও ৷ গ্রামে গ্রামে গান শুনিয়ে গণতন্ত্র সচেতন নাগরিকদের বার্তা দিচ্ছেন শিল্পী ।
রাজ্যে বিধানসভা ভোট চলছে । ইতিমধ্যে তিন পর্ব মিটেছে ৷ ভোটদানে উৎসাহ দিতে, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য একাধিক সচেতনতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন থেকে নির্বাচন কমিশন । এবার যেহেতু করোনা পরিস্থিতিতে নির্বাচন ৷ সেকথা মাথায় রেখে কোভিড বিধি নিয়েও চলছে প্রচার ৷ সেইসব প্রশাসনিক উদ্যোগের বাইরে ব্যক্তিগত উদ্যোগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের গোবিন্দপুরের বাউল শিল্পী বিনয় কৃষ্ণ মহন্ত বাউল গানে সচেতনতার বার্তা দিচ্ছেন মানুষকে । বিনয় কৃষ্ণ মহন্ত এর আগে প্রশাসনের উদ্যোগে সাক্ষরতা, করোনা, বাল্য বিবাহ, পোলিও-সহ বিভিন্ন বিষয়ে গান বেঁধে সচেতনতা প্রচার চালিয়েছেন ৷