পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জমি পেলেই রায়গঞ্জে এইমস নির্মাণের উদ্যোগ, আশ্বাস বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর

রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়তে পদক্ষেপ করতে চান বিজেপি বিধায়ক বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী । এমনকি রায়গঞ্জের বেকারদের রোজগারের আওতায় আনার কথাও শোনা গেল তাঁর গলায় ৷

Krishna Kalyani
Krishna Kalyani

By

Published : May 3, 2021, 8:02 PM IST

রায়গঞ্জ , ৩ মে : ভোটে জিতেই জনকল্যানের স্বার্থে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । জানিয়ে দেন, রায়গঞ্জের সার্বিক উন্নয়ন করাই তাঁর একমাত্র লক্ষ্য ৷ রায়গঞ্জে এমইস নির্মাণের লক্ষ্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাও বলবেন বলে জানান তিনি ৷

এদিন তিনি সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ‘‘আমাদের এইমস নিয়ে লড়াই হবে ৷ তার জন্য আমি প্রস্তুত আছি ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব জমির জন্য ৷ জমি পেলেই কাজ শুরু হবে ৷’'

বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী

আরও পড়ুন :খানাকুলে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনে অভিযুক্ত বিজেপি

রায়গঞ্জের সার্বিক উন্নয়নের কথাও শোনাও গেল বিজেপি বিধায়কের গলায় ৷ তিনি বলেন, ‘‘গ্রামাঞ্চলে রাস্তাঘাটের অবস্থা ভালো নয় ৷ জলনিকাশি ব্যবস্থার দিকে নজর দেব ৷ শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার উন্নতি করতে চাই ৷ সার্বিকভাবে উন্নয়ন ও বিকাশ করে রায়গঞ্জের বেকার ভাইবোনেদের যদি রোজগারের আওতায় আনতে পারি, তবেই ভালো সমাজ গড়ে উঠবে ৷’’

রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানীর ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details