পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tribals Strike Effect in Raiganj: রাস্তাঘাট ফাঁকা, 12 ঘণ্টার বনধ শুরু আদিবাসী সেঙ্গেল অভিযানের - রাস্তাঘাট ফাঁকা

সকাল থেকে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বনধের ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে রায়গঞ্জে ৷ রাস্তাঘাটে বাস থেকে মানুষের দেখা মেলা ভার ৷ বনধ সফল করতে রাস্তায় নেমেছেন আদিবাসীরা ৷

Tribals Strike  ETV Bharat
আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বনধ

By

Published : Apr 17, 2023, 12:06 PM IST

12 ঘণ্টার বনধ শুরু আদিবাসী সেঙ্গেল অভিযানের

রায়গঞ্জ, 17 এপ্রিল:সোমবার সকাল 6টা থেকে শুরু হয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা 12 ঘণ্টার বনধ ৷ বনধের ব্যাপক প্রভাব পড়েছে সেখানে । অন্য বনধে সরকারি বাস চলাচল করলেও, আদিবাসীদের এদিনের ডাকা বনধে চাকা তেমন ঘোরেনি সরকারি বাসের । ঘোরেনি বেসরকারি বাসের চাকাও । কেবল রাস্তায় দেখা মিলছে দুই একটি লোকের ৷ ছোট গাড়িও বন্ধ রয়েছে । দোকানপাট, হাট বাজার সেভাবে না খুললেও বেলা আরও বাড়লে বোঝা যাবে বনধের আসল প্রভাব ৷ বনধের সমর্থনে আদিবাসীদের চিরাচরিত অস্ত্র দা, তির ধনুক নিয়ে রায়গঞ্জের শিলিগুড়ি ও কসবা মোড় এলাকার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন ।

বনধকে সার্থক করতে রাস্তায় নেমেছে আদিবাসীরা

উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের তিন আদিবাসী মহিলাকে বিজেপি যোগ দেওয়ার শাস্তি হিসেবে তাদের রাস্তায় দণ্ডি কাটিয়ে তৃণমূল কার্যালয়ে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন পড়েছে । বিজেপির পক্ষ থেকে আদিবাসী মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । অভিযুক্ত তৃণমূল নেত্রীকে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তবে তাঁর বিরুদ্ধে আইনত কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি । আদিবাসী সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তা করার সত্বেও পুলিশ এখনও অভিযুক্ত তৃণমূল নেত্রীকে গ্রেফতার করেনি ।

রাস্তাঘাট ফাঁকা

অভিযুক্তকে গ্রেফতার এবং আদিবাসীদের উপর অত্যাচারের প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে 12 ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান নামে এই সংগঠন । বনধের অংশ হিসাবে রায়গঞ্জের কসবা ও শিলিগুড়ি মোড় এলাকার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখায় দূরপাল্লার লড়ি ও বাস আটকে পরে সেখানে । এই গরমে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে । বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবি আদায়ে বনধের ডাক দেয় ৷ তবে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে বনধ ব্যর্থ করতে বিভিন্ন সরকারি নির্দেশ জারি করা হয় । আদিবাসীদের ডাকা বাংলা বনধ না করার জন্য সরকারিভাবে কোনও নির্দেশ নেই ৷ ফলে রাজ্য সরকার বিরোধিতা না করায় বনধ সর্বাত্মক আকার নিয়েছে । এই বনধের পরও অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান ।

আরও পড়ুন:দণ্ডিকাণ্ডের প্রতিবাদ! সোমবার বাংলা বনধের ডাক আদিবাসী সেঙ্গেল অভিযানের

ABOUT THE AUTHOR

...view details