রায়গঞ্জ, 17 এপ্রিল:সোমবার সকাল 6টা থেকে শুরু হয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা 12 ঘণ্টার বনধ ৷ বনধের ব্যাপক প্রভাব পড়েছে সেখানে । অন্য বনধে সরকারি বাস চলাচল করলেও, আদিবাসীদের এদিনের ডাকা বনধে চাকা তেমন ঘোরেনি সরকারি বাসের । ঘোরেনি বেসরকারি বাসের চাকাও । কেবল রাস্তায় দেখা মিলছে দুই একটি লোকের ৷ ছোট গাড়িও বন্ধ রয়েছে । দোকানপাট, হাট বাজার সেভাবে না খুললেও বেলা আরও বাড়লে বোঝা যাবে বনধের আসল প্রভাব ৷ বনধের সমর্থনে আদিবাসীদের চিরাচরিত অস্ত্র দা, তির ধনুক নিয়ে রায়গঞ্জের শিলিগুড়ি ও কসবা মোড় এলাকার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন ।
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের তিন আদিবাসী মহিলাকে বিজেপি যোগ দেওয়ার শাস্তি হিসেবে তাদের রাস্তায় দণ্ডি কাটিয়ে তৃণমূল কার্যালয়ে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন পড়েছে । বিজেপির পক্ষ থেকে আদিবাসী মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । অভিযুক্ত তৃণমূল নেত্রীকে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তবে তাঁর বিরুদ্ধে আইনত কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি । আদিবাসী সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তা করার সত্বেও পুলিশ এখনও অভিযুক্ত তৃণমূল নেত্রীকে গ্রেফতার করেনি ।