পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিনদিন ধরে নিখোঁজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক - raigunj

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রহস্যজনকভাবে নিখোঁজ।নাম গৌতম সরকার।

গৌতম সরকার

By

Published : Apr 8, 2019, 10:42 PM IST

রায়গঞ্জ, ৮ এপ্রিল : তিনদিন ধরে নিখোঁজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক অধ্যাপক। তাঁর নাম গৌতম সরকার। ঘটনার তদন্ত করছে রায়গঞ্জ থানার পুলিশ।

শনিবার সকালে একটি ব্যাগ গুছিয়ে কাজে যাচ্ছি বলে বেরিয়ে যান গৌতমবাবু। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল এই বিষয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী। ঘটনার তদন্তে করে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, নিখোঁজ হওয়ার দিন গৌতমবাবু ATM থেকে সাড়ে ছয় হাজার টাকা তুলেছিলেন।

ভিডিয়োয় শুনুন দুর্লভ সরকারের বক্তব্য

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, "শনিবার থেকে গৌতমবাবু নিখোঁজ। পুলিশ তদন্ত করছে।"

ABOUT THE AUTHOR

...view details