রায়গঞ্জ, 11 অক্টোবর : দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মেরে মৃত্যু এক মোটরবাইক চালকের । ঘটনাটি করণদিঘি থানার বোতল বাড়ি বাসস্ট্যান্ডের কাছে 34 নম্বর জাতীয় সড়কের উপর ঘটেছে । পুলিশ সূত্রে খবর মৃত ওই মোটরবাইক চালকের নাম শিবশঙ্কর মেহাতা । তাঁর বাড়ি বিহারের পূর্ণিয়া থানার মোকমা গ্ৰামে ।
নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা, ঘটনাস্থানেই মৃত্যু মোটরবাইক চালকের - শিব শঙ্কর মেহাতা
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল উত্তর দিনাজপুরের করণদিঘি থানার বোতল বাড়ি বাসস্ট্যান্ডের কাছে 34 নম্বর জাতীয় সড়কের উপর একটি লরির চাকা ফেটে বিকল হয়ে পড়েছিল । বিহারের বাসিন্দা শিবশঙ্কর মেহাতা তাঁর মোটর বাইকে করে দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল করণদিঘি থানার বোতল বাড়ি বাস স্ট্যান্ডের কাছে 34 নম্বর জাতীয় সড়কের উপর একটি লরির চাকা ফেটে বিকল হয়ে পড়েছিল । শিবশঙ্কর মেহাতা তাঁর মোটর বাইকে করে দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনার পর জাতীয় সড়কে ভিড় জমতে শুরু করে । ব্যাহত হয় যান চলাচল ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় । লরিটিকে আটক করেছে পুলিশ ।