পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইসলামপুর থেকে উদ্ধার 5 শিশু শ্রমিক

ইসলামপুর মহকুমা থেকে উদ্ধার 5 শিশু শ্রমিক ৷ তাদেরকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় ৷

উদ্ধার হওয়া কর্মরত শিশু

By

Published : Jul 23, 2019, 11:21 PM IST

ইসলামপুর , 23 জুলাই : শ্রম দপ্তরের আধিকারিকদের হাতে উদ্ধার 5 জন শিশু শ্রমিক ৷ ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ৷ বিভিন্ন হোটেল এবং গ্যারেজে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় শিশুদের ৷

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায়, মহকুমা শ্রম দপ্তরের লেবার কমিশনার শেখ নওশাদের নেতৃত্বাধীন একটি বিশেষ দল ও পুলিশের যৌথ উদ্যোগে তল্লাশি চালান হয় ৷ 31 নং জাতীয় সড়ক সংলগ্ন বিভিন্ন হোটেল ও গ্যারেজে তল্লাশি চালায় তাঁরা ৷

ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায়
উদ্ধার হয় 5 জন শিশু ৷ প্রাথমিক চিকিৎসার পর চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় তাঁদেরকে ৷ ঘটনার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ইসলামপুর থানায় এফ আই আর করেছে শ্রম দপ্তর । এই বিষয়ে আজ ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায় বলেন, " আমরা আজ পুলিশের সাহায্য নিয়ে তল্লাশি চালিয়ে 5 জন শিশু শ্রমিককে উদ্ধার করেছি । তারা বিভিন্ন জায়গায় কর্মরত ছিল । আজ তাদের আমরা চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছি । আমাদের এই অভিযান লাগাতার চলবে ৷ "


আরও পড়ুন : একই দিনে পৃথক জায়গায় ছেলেধরা সন্দেহে মার ব্যক্তিকে, নিখোঁজ ছেলে

উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় আগেও অবৈধভাবে শিশু শ্রমিকদের বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ দল গঠিত হয়েছিল ৷ কিন্তু তা সফল হয়নি ৷ অন্যদিকে ইসলামপুর মহকুমা জুড়ে বেড়েই চলছিল শিশু শ্রমিকদের সংখ্যা । আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক হোটেল এবং গ্যারেজ, বাড়িতে শিশুদের শ্রমিক হিসেবে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ ।

ABOUT THE AUTHOR

...view details