রায়গঞ্জ, 5 জুলাই: 'বিদ্রোহী' করিমের ডানা ছেঁটে ফেলল তৃণমুল নেতৃত্ব। ভোটের মুখে দল থেকে বহিষ্কার করা হল করিমের 49 জন অনুগামী নেতাকে। আবেদন-নিবেদন করেও ফল হল না তাদের। তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরী। তাঁর দাবি, যার কোনও দল নেই, সেই নির্দল প্রার্থী হন। এখানেই শেষ নয়, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র বিষোদগার করে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, নির্দলদের যারা বহিস্কার করেন তারা আদপে পাগল, বোকা এবং গাধা।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, ব্লক সভাপতি যে 49 জনকে বহিষ্কার করেছে তারা ভোটের আগে লিফলেট দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নিলে, দল তাদের নিয়ে পুনরায় ফেরত আনার কথা চিন্তা ভাবনা করবে। কিন্তু তারা এই কাজ করলে আগামীতেও তাদের জন্য দলের দরজা বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আবদুল করিম চৌধুরীর অনুগামীরা দলের প্রতীক না-পেয়ে তারা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের প্রার্থীর হয়ে প্রচার না-করে বিধায়ক করিম চৌধুরী সেই নির্দল প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন। তৃণমূল কংগ্রেসের ব্লক নেতা থেকে জেলা স্তরের নেতা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদনে সাড়া না দিয়ে নির্দল প্রার্থীরা জোরদার নির্বাচনী প্রচার চালিয়ে গিয়েছেন। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষ দিন। দল বিরোধী কাজের অভিযোগে প্রচার শেষের একদিন আগে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীদের দল থেকে বহিস্কার করার কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন:দিল্লিতে বাংলার হয়ে দাবি আদায়ের আন্দোলনে থাকতে পারেন মমতাও, ইঙ্গিত অভিষেকের
ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সিদ্ধান্তের কথা ঘোষাণা করেছেন ব্লক সভাপতি জাকির হোসেন। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে পাশে বসিয়ে দলের সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। বহিষ্কৃতরা অধিকাংশ পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দল কড়া অবস্থান নিলেও সভাপতি কিছুটা নরম অবস্থান গ্রহন করেছেন। কানাইয়াবাবু জানিয়েছেন, ভোটের আগে নির্দল প্রার্থীরা লিফলেট দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করলে তাদের দলে ফিরে আসার সুযোগ থাকবে। তারা নিজেদের অবস্থান থেকে সরে না-আসলে তাদের জন্য তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের তীব্র কটাক্ষ করেছেন বিধায়ক আবদুল করিম চৌধুরী। তাঁর অনুগামীদের যারা বহিষ্কার করেছে তারা আদতে পাগলামি করছেন, জানালেন করিম।