পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Blade Attack on Student : পাত্তা না দেওয়ায় ছাত্রীর গলায় ব্লেড চালিয়ে গণধোলাইয়ে জখম যুবক - ছাত্রীর উপর ব্লেড হামলা

প্রথমে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান ৷ আর তারপর থেকে এড়িয়ে চলায় দশম শ্রেণির এক ছাত্রীর উপর ব্লেড চালাল যুবক ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় (youth attack by a blade on a girl at baduria) ৷

Blade Attack on Student
ছাত্রীর গলায় ব্লেড চালিয়ে গণধোলাইয়ে জখম যুবক

By

Published : Dec 30, 2021, 4:12 PM IST

বাদুড়িয়া, 30 ডিসেম্বর :প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীর গলায় ব্লেড চালাল যুবক । এরপর জনতার পাল্টা মারে জখম অভিযুক্ত যুবকও । এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় (youth attack by a blade on a girl at baduria)।

আহত ওই ছাত্রীকে প্রথমে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় বসিরহাট জেলা হাসপাতালে । আক্রান্ত যুবকেরও চিকিৎসা চলছে ওই হাসপাতালে । তবে মারধরে জখম ওই যুবকের অবস্থা গুরুতর নয় বলে জানা গিয়েছে । হাসপাতাল থেকে ছাড়া হলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে বাদুড়িয়া থানার পুলিশ ।
আরও পড়ুন :সম্পর্ক ভাঙতে চাওয়ায় প্রেমিকের বুকে ব্লেড চালাল যুবতি

কুলিয়া রামচন্দ্রপুর ইউনিয়ন হাইস্কুলের দশম শ্রেণীর ওই ছাত্রীর বাড়ি বাদুড়িয়ার মাসিয়া গ্রামে । পাশের কলিঙ্গ গ্রামের মুস্তাকিম মণ্ডল নামে এক যুবক ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় বলে অভিযোগ । কিন্তু ছাত্রীটি সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ৷ রাস্তাঘাটে দেখা হলেই মুস্তাকিমকে এড়িয়ে চলছিল সে ৷ এদিন সকালেও টিউশন থেকে বাড়ি ফেরার পথে পিয়ারডাঙা এলাকায় তাদের দেখা হয় । কেন সে এড়িয়ে চলছে, এমনই দু‘-এক কথায় প্রথমে ছাত্রীর সঙ্গে বচসা বাধে মুস্তাকিমের । এরপরই পকেট থেকে আচমকাই একটি ব্লেড বের করে ছাত্রীর গলায় চালিয়ে দেয় বলে অভিযোগ ।

আরও পড়ুন :তৃণমূল সমর্থক দম্পতিকে ব্লেড মারার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে

মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে ৷ শুরু হয় গণধোলাই । পাশাপাশি রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় হাসপাতালের তরফে । সেই মতো গুরুতর আহত ওই ছাত্রীকে স্থানান্তরিত করা হয় বসিরহাট জেলা হাসপাতালে । বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে ।

এদিকে, ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়ে পুলিশ এসে গণধোলাইয়ে জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর হাসপাতাল সূত্রে । তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ ।

আরও পড়ুন :Husband Extra Marital Affair: হাতেনাতে ধরা পড়ল স্বামীর পরকীয়া, প্রেমিকাকে মার স্ত্রী'র

ABOUT THE AUTHOR

...view details