হাবড়া, 5 জুন : ঘূর্ণিঝড় আমফানে মৃত দুই ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন পুলিশ সুপার। গতকাল হাবড়া থানায় বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ওই দুই পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।
আমফানে মৃত 2 জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ হাবড়ায় - আমফান
সম্প্রতি ঘূর্ণিঝড় আমফানে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের৷ প্রাণ হারিয়েছেন হাবড়ার দুই বাসিন্দা৷ তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ রাজ্যের৷
20 মে হাবড়ায় আমফান বিপর্যয়ের পর বৈদ্যুতিক তারে শক খেয়ে মৃত্যু হয় দু'জনের। হাবড়ার মহিষা মসলন্দপুরের সায়ন ব্যাপারী (12) ও কুমড়া এলাকার সঞ্জীব গোলদারের (48)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হলে তাঁর পরিবারকে আড়াই লাখ টাকা সাহায্য করা হবে। সেই অনুযায়ী রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিলেন বারাসাত জেলা পুলিশের সুপার ।
ওই কর্মসূচিতে ছিলেন বারাসত সদরের DSP রোহেদ শেখ, হাবড়া থানার IC গৌতম মিত্র ও হাবড়া-1 পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা-সহ অন্যরা।