সন্দেশখালি, 14 মার্চ: খেলতে গিয়ে জলে ডুবে গেল ভাই। ভাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল দিদির। শনিবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার বেড়মুজুর গ্রামে। মৃত দুই শিশুর নাম রাখি দাস (5) ও প্রীতম দাস (3)।
জলে ডুবল শিশু, বাঁচাতে গিয়ে মৃত্যু দিদিরও - ভাই বাঁচাতে গিয়ে মৃত্যু দিদির
খেলতে গিয়ে জলে ডুবল ভাই, বাঁচাতে গিয়ে মৃত্যু দিদির। একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে বেড়মজুর গ্রামে।
আজ সকালে বাড়ির পাশে খালের ধারে খেলছিল রাখি ও প্রীতম। খেলতে খেলতে প্রীতম আচমকা খালের জলে পড়ে যায়। ভাইকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে দিদি রাখি। যদিও ভাইকে বাঁচাতে পারেনি সে। উলটে নিজেও ডুবে যায়। পরে পরিবারের লোকেরা দু'জনকে খুঁজতে বেরিয়ে ঘটনাস্থানে এসে দেখেন, দুই ভাইবোন জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কোনওরকমে বাঁচার চেষ্টা করছে। এরপর দ্রুত দুই শিশুকে উদ্ধার করে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দু'জনেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিকটবর্তী ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা জানান, দুই শিশুই মৃত।
একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় বেড়মজুর গ্রামে শোকের ছায়া নেমেছে।