পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানি কে খেয়েছে ? রাস্তায় ঝগড়া পঞ্চায়েত প্রধান ও সদস্যের - bribe

আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে । ওই এলাকার পঞ্চায়েত সদস্য BJP-র বিকাশ ঘোষ । চার ইঞ্চি গভীর ও 160 ফুট দীর্ঘ রাস্তা তৈরির অনুমোদন হয় । কিন্তু রাস্তা ঢালাইয়ের পরের দিনই দেখা যায়, সিমেন্ট উঠে গিয়ে পাথর-বালি বেরিয়ে পড়েছে ।

আকাইপুর

By

Published : Sep 2, 2019, 11:23 PM IST

Updated : Sep 3, 2019, 5:06 AM IST

বনগাঁ, 2 সেপ্টেম্বর : রাস্তা ঢালাইয়ের পরের দিনই বেরিয়ে পড়েছে পাথর । কাটমানি কে খেয়েছে তা নিয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধান ও BJP পঞ্চায়েত সদস্য রাস্তায় দাঁড়িয়ে জড়িয়ে পড়লেন তরজায় । পরস্পরের বিরুদ্ধে তুললেন কাটমানি খাওয়ার অভিযোগ । ঘটনাটি ঘটেছে বনগাঁর আকাইপুর গ্রাম পঞ্চায়েতে ।

আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে । ওই এলাকার পঞ্চায়েত সদস্য BJP-র বিকাশ ঘোষ । চার ইঞ্চি গভীর ও 160 ফুট দীর্ঘ রাস্তা তৈরির অনুমোদন হয় । কিন্তু রাস্তা ঢালাইয়ের পরের দিনই দেখা যায়, সিমেন্ট উঠে গিয়ে পাথর-বালি বেরিয়ে পড়েছে । বাসিন্দারা তা নিয়ে প্রশ্ন তুলতেই সোমবার সকালে ওই রাস্তা পরিদর্শনে যান আকাইপুর পঞ্চায়েত প্রধান উজ্জ্বল পাল । তাঁর অভিযোগ, রাস্তা চার ইঞ্চি গভীর করার কথা । কিন্তু তা করা হয়নি । রাস্তার গভীরতা কম করে কাটমানি খেয়েছেন BJP সদস্য বিকাশ ঘোষ ।

ভিডিয়োয় দেখুন

পঞ্চায়েত প্রধানের অভিযোগ শুনে সরব হন বিকাশ ঘোষ । তিনি অভিযোগ তোলেন, প্রধানই ঠিকাদারের কাছ থেকে কাটমানি খেয়েছেন । তাই এখানে নিম্নমানের কাজ হয়েছে । তিনি জানান, রাস্তা 160 ফুটের অনুমোদন থাকলেও বাসিন্দাদের সুবিধার্থে 30 ফুট বেশি করা হয়েছে ।

তৈরি হওয়ার দু দিনের মধ্যেই রাস্তার হাল বেহাল

এরপর প্রধান ও সদস্যের অনুগামীদের বচসা শুরু হয় । তর্কাতর্কি শুরু হয় উজ্জ্বল ও বিকাশের মধ্যে । BJP সদস্য বিকাশ ঘোষ আক্রমণ করেন প্রধানকে । বলেন, "রাস্তার কাজ ঠিকমতো হচ্ছিল না । আমি কাজে বাধা দিয়েছিলাম । তখন প্রধান আমাকে ফোন করে কাজ যেমন হচ্ছে তা মেনে নিতে বলেন । আমার ধারণা, প্রধানই কাটমানি খেয়েছেন । তাই, রাস্তার কাজ এমন নিম্নমানের হয়েছে ৷"

বিকাশকে পালটা দেন উজ্জ্বল । বলেন, "ওয়ার্ক সিডিউল অনুযায়ী কাজ হয়নি । নির্মীয়মাণ রাস্তার কোথাও পরিবর্তন করতে হলে আমার অনুমতি প্রয়োজন । সেটাও করা হয়নি । BJP-র সদস্য কাটমানি খেয়ে এসব করেছেন ৷"

Last Updated : Sep 3, 2019, 5:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details